কবি বিরথ চন্দ্র মণ্ডল এর কবিতা-
১।। ∆ জীবন ∆
কত বার বয়ে গেছে শ্রোত
সেই শ্রোত নিয়ে গেছে মাটি
তার স্থানে পাথরের ঢিলা
সে পাথর রোদে জলে খাঁটি।
শ্রোত ছিল _
বেশ ছিল কান্না নিয়ে বাঁচা ---
ইদানিং এক্কেবারে ধস
ঘর ভেঙে, মন ভেঙে ------
জীবন ও ধসে গেছে বশ।।
২।। ∆ নেতা ∆
( ১ )
তুমি আজ মগ্নতায় মেতেআছো
সিড়ি বাইছো এক দুই তিন ,
তোমার প্রশস্থ পথ
সুগম করেছে যারা
আজ তারা ব্রাত্য অর্বাচীন।
( ২ )
পুকুর শুকিয়েছে তুমি জানো
তবু ছোঁঢ়ো শুকোনো বাতাস
গৃহ হীন জলজ সব প্রানী,
অথচ ঃ
হাঁস ভাবে তুমি আজ মহান -উদার ।
( ৩ )
তুমি সাবেকী কথার রঙে
নক্সা এঁকে যাও --
গ্রামের সংসার গুলো মাথা নত করে ।
ইদানীং শহর ও বুঁদ হচ্ছে --
এমন মায়াবী ইন্দ্রজাল ,
কিছু বৃক্ষ বুঝে গেছে -----
কিছু বৃক্ষ এপাশ - ওপাশ ।।
৩।। ∆ মানুষ কৈ ∆
মনে নেই হামাগুড়ি
মনে নেই মুখে ভাত ----কিংবা
জীবনের প্রথম উপহার কী ভাবে বেছেছি।
আজ আমি ঝূরি বেয়ে পরিণত গাছ
আর -আজ এই নির্বাচন আমাকে ভাবায় ।
কাকে বাছবো ? কেন ই বা বেছে নেব?
কেন এর এত আয়োজন ?
কেন মিছে ঝরে যাবে -এতো এতো ঘাম ?
তাকে বেছে নেব " সে মানুষ কৈ " ?
যাকে দিয়ে যাবো গেরস্থালির যাবতীয় জ্বর ।
তার জন্য গেয়ে যাবো গান ,
তবেই তো বলে যাবো ------
"খোকা" ---মানুষ হতে চাস "ওর " মতো "হ" ।।
৪।। ∆ সঙ্গপিপাসু ∆
(রবীন্দ্রনাথকে ভালো বেসে)
এক.
তোমাকে দেখিনি কখনো,
অথচ ; তোমার গন্ধ আমি সুঁখি
ভোরের সূর্যের মতো কমনীয় অনামী -আতর
তোমাকে দেখিনি কখনো ,
তোমার অরূপ স্পর্শে জেগে উঠি
মুক্ত হয়ে মায়ের জঠোর ।
দুই .
তুমি ঈশ্বর পেয়েছো
তাই তোমার এমন প্রকাশ
আমার ভাষার এখনো জড়তা কাটেনি,,,,,,
সঙ্গ পিপাসু আমি,,,,,,,,
কাছে এসো----কাছে এসো ---------
উন্মুক্ত আকাশ । ।।
রবীন্দ্রনাথকে
৫।। ∆ প্রথম শাড়ি ∆
আজ প্রথম শাড়ি, প্রথম ছোঁয়া মনে
প্রথম মনে অন্য হাওয়া নতুন শিহরণে
মন কেমনের কেমন এ ঘ্রাণ !
নতুন স্বাদে জুড়োয় এ প্রান !
বেলার শেষে পড়ার ঘরে ব ই টি ও আনমনে ।
আজ নতুন আলাপ , নতুন কথার ভোর
সকাল বিকাল , রাত্রি দুপুর ম ম ঘর দোর । কেমন এ সুখ , কেমন এ তার খেলা
মানুষ বিহীন , দোকান বিহীন, মনের মধ্যে মেলা ।
মেলার মধ্যে বিকি কিনি , মেলার মধ্যে সাজ
তুলছে যে ঢেউ , বৈছে বাতাস কোন দরিয়ার
মাঝ ??
দেখার পরে সেই কথাটা বলতে হবে সারা ।
দেখার প'রে -ওই কথাটা কৈতে না দেয় কারা???
বলবোনা হয় আর কোনো দিন হোক না আজ গল্প,
গল্প -স্বল্প চৌদ্দ বুড়ি, তবুও যেন অল্প ।
শাড়ি ক্রমে আঁচল পানে চায় ,
গোপন কথা মনের মধ্যে চরকীর পাক খায় ।
গাঙে জোয়ার , মনটা ও আনচান ...
বাতাসটা আজ হিংসে করে করছে যে পাঁচ কান !
অলংকরণ - মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment