কবি মৃণালকান্তি’র কবিতা-
১।। ∆ পারাবার ∆
অনেকদিন পর নিজেকে রাখলাম পারাপারে
খিদের আদলে পথ,বেঁকে গিয়ে ঢুকে পড়লো;স্বভাবে...
প্রত্যেকটা আশ্রয়ে একটা ব্লক স্পর্শ আছে!
মুখ পরা মুখগুলো এড়িয়ে নিজের মুখ খুলবো
জলহাঁস কি ভেসে উঠলো জলের ভেতর?
অনেকদিন পর সুবর্নরেখায় ভেসে উঠছে মুখ!
নাকি আশ্রয়ের আদলে ব্লক গুলো ভেসে ;ডুবে যাচ্ছে জলের ভেতর...
২।। ∆ কলমিযাপন মড়ক পর্বে-৪ ∆
ডোবা থেকে এই প্রথম পা তুললো কলমি
পৌঁছলো খিদেলাশ পড়ে থাকা অন্য খিদে পাড়ায়
এই প্রথম ঘোমটার ভেতর দেখল
শুধু অলি নয় শিউলিরাও শুয়ে আছে
ঘোমটাবিহীন!
পরম যত্নে আঁচল পেতে পেটে ধরলো লাশ
ফিরে এসে শুইয়ে দিল ডোবার ভেতর...
বাসিমৃত্যু গন্ধে ভরা আঁচল কোমরে বেঁধে,
পা বাঁধলো;
দৃষ্টি যেখানে অন্য মৃত্যুতে....!
৩।। ∆ কলমিযাপন মড়কপর্বে-৩ ∆
খিদে মরে গেলে ;
আর কোন দেখা থাকে কলমি!
জল ফুরোনো দৃষ্টি থেকে চোখ তুলে
আর এক অন্য দৃশ্যে, অনায়াসে ;
ঢুকে পড়ে জলঢোঁড়া!
মরা গুগলির কানে, জিভ রেখে;
বুঝে নেয় পথ....
অথচ বাতাস কোন দিকের
নাক রাখে নি বলে, এতো মরা শ্বাস ;
জমা আছে ডোবার ভেতর!
এতো মৃত্যুর পর; খিদে কেন,
আত্মহত্যায় যায় কলমি...!
৪।। ∆ কলমিকালি ∆
স্তন রং লেগে আছে ঠোঁটে
তুমি পাপকথা বলো এ আমার জানা
ভালো হওয়ার কোনো দায় থাকে না!
শিখিয়েছিলেন বাবা..
আয়নার সামনে দাঁড়িয়ে
এখনো মাথাটাকে দেখি
যদিও চোখের নীচের কালিতেই
তোমার প্রবৃত্তি!
শুধু এই কালি যে কলমে ধরা পড়ে
সে পাঠ তুমি পড়তে পারতে কোনওদিন!
৫।। ∆ দেখা ∆
যা দেখলে মন ভালো হয়ে যায়
এমন দেখা দেখিনি অনেকদিন !
জোৎস্না ভেজা চোখ স্নান সেরে বসে আছ
চাঁদরাতে,কোথাও খোঁপা নেই;দখিনা বাতাসে !
প্রিয় বলে কিছু কি নেই আর !
যে ভালোবাসায়,ছেঁড়া জামার ভেতর;
স্বপ্নগুলো গান হয়ে যেতো
পাঁজর স্পর্শে...
...তারপর অন্ধকারের আলো বলে
কেটে যেত রাত!
তোমার চোখ স্পর্শে
এমন দেখা দেখা হয়নি অনেকদিন
কেটে ফেলা কৃষ্ণচূড়ার নীচে,
যে চাঁদ লুকিয়ে গেছে;
তারই অস্তিত্বহীন প্রত্ন শেকড়ে
কি দেখা দেখি বলো?
যা দেখলে মন ভালো হয়ে যায়!
অলংকরণ - শুভায়ু দাস
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment