Friday 21 August 2020

কবিতা

শাপলা পর্ব-১৪

কবি স্বপন নাগ এর কবিতা-





১।।  ∆ নিছক অভ্যাসে ∆



অনেকটা পথ পেরিয়ে এসে এবার খানিক থেমে
যেই দেখছি পিছন ফিরে  :  পথ গিয়েছে  নেমে !
খাদের  সিঁড়ি  বেয়ে  বেয়ে  আরেকটু  যাই  যদি
ঝিলমিলিয়ে উঠছে জেগে  কবেকার এক নদী ।
ঘাটের কাছে থমকে আছে সারবাঁধা সব নৌকো
আরশিতে দাগ কাটছে সময় গোল-তেকোনা-চৌকো,
এই ভাসছে, ডুবছে আবার কাটাকুটির খেলায়
অজস্র চুমকিতে আকাশ সেজেছে রাত-বেলায়।
শোনাচ্ছে কি শোলককথা  নীরবতার  ভাষায় ?
অতীত, আমায় অতীত টানে মুখর ভালোবাসায় !

যেন  আমি দাঁড়িয়ে  আছি  সময়  ছুটছে  দ্রুত --
ছুটন্ত  সব  ছবির  সারি  --- অদেখা  অশ্রুত ।
ধানের ক্ষেতে লুটিয়ে আছে শেষবিকেলের রোদ
বাতাসে  কি  বাজছে  কোথাও  বিষণ্ণ  সরোদ ?

কেউ কি আছে দূরে কাছে, কেউ কি আছে পাশে
তাকিয়ে ফিরি তোমার দিকেই নিছকই অভ্যাসে !





২।।    ∆ কথাবিষয়ক ∆



১.

আমাদের যারা বলেছিল সেই কথাটি
তারা কেন আজ লুকিয়ে বেড়ায় আড়ালে ?
আত্মগোপনে তৎপর কেন তারা সব
তীক্ষ্ণ সময় মুখোমুখি এসে দাঁড়ালে ?

সে কথায় তবে ভুল ছিল কোনো, বিভ্রম !
আবেগতাড়িত স্বপ্ন ও রঙে ছড়ানো ?
ছিল কি শুধুই কথা ও কথার বেসাতি
মিথ্যে এবং অলীক মোড়কে জড়ানো ?

আসলে তা নয়, বলেছিল যারা কথাটি
ছিল না কথায় বিশ্বাস কণামাত্র ;
মুখোমুখি এই সময় দাঁড়ালে যেন-বা
ঠোঁটের সমীপে বিষভরা এক পাত্র !

দিন গেলে দিন কথা আর কাজে ফাঁকটা
বেড়ে যায় রোজ দিন ও রাতের প্রান্তে ;
যারা চলে গেল, এই নিদারুণ প্রহরে
পারবে কি আর ফিরিয়ে তাদের আনতে ?


২.

শেষবিকেলের সূর্য গা ধুচ্ছে অজয়ের জলে
রাঙা আকাশকে মুখরিত করে উড়ে যাচ্ছে পাখির দল
তারা ফিরে যেতে চায় খড়কুটোর সংসারে ...

জয়দেবের মেলায় তোমার সঙ্গে হঠাৎ-দেখা
ভিড় থেকে, ভিড়ের ধূলোর অস্পষ্টতা ভেঙে
কী ভাবে যেন আমরা মুখোমুখি, হঠাৎ !

মাঝখানে অনেকগুলো দিন
তুমি বলে উঠলে, 'ইশ্, কতদিন পর ...'
অস্ফুটে আমিও !

আমাদের দেখা হল মুখোমুখি, আচম্বিতে
কথা হল, যেরকম কথা হয় দুজনের মধ্যে
কলেজ ক্যান্টিন থেকে সুবলের ঢাকাকেবিন হয়ে
কথারা ফিরে এল মোদি রাহুল আর নীল-সাদায়

আখরায় ফিরে এসে শেষ প্রহরে
অক্ষরে সাজাতে চাই তোমার অবিরল কথাদের

কথারা হারিয়ে যায় স্মৃতির আবছা কুয়াশায় ...


৩.

এই কথাটাই সেই কথা কি, বলতে চেয়েছিলাম !

সম্মুখে এক ধূধূ প্রান্তর
পথ গিয়েছে আলপথটি ধরে
ওই দিকে এক আকাশপ্রান্ত ছুঁয়েছে ধানক্ষেত

ওদিকেই কি গিয়েছিলাম তোমার হাতটি ধরে ?

তোমার হাতে ভরা ছিল আশ্রয়েরই ছায়া
জিরিয়ে নেবো,জুড়িয়ে যাবে সারাদিনের ক্লান্তি
টলটলে জল একটি দিঘি দিগন্তের ও পারে
কেন আমায় এমন ডাকে ডুবদেওয়া এক নেশায়

প্রচ্ছদে আজ লুকিয়ে আছে না-বলা সব কথা
বাহির ভুবন মাতোয়ারা উৎসবে উৎসবে ...

ভিতর ঘরে ঘুমিয়ে আছে সেই কথাটাই তবে ?

৪.

তুমি যখন বলো কথাগুলি, মনে হয়, ঠিক।
সে যখন অন্যভাবে,
তা যে কথার কথা নয়, বুঝতে পারি।

এ দু'য়ের দোলায় আমি নিরালম্ব ভাসতে থাকি ...

অথচ কতো কী-ই তো বলা যেতে পারে
কতো রকমভাবে :
তুমি জানো, সেও বিলক্ষণ জানে।

বিপর্যস্ত আমি শুধু খুঁজে ফিরি এইসব কথাদের মানে।




অলংকরণ- মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment