Tuesday, 4 August 2020

কবিতা

শাপলা পর্ব -১২

কবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’র কবিতা-






১।।    ∆ মৌসূমী পাড়া ∆
                 


কদমফুল পোস্টারে ,
আমদিহা পাড়ার নাম বদলে এখন
মৌসুমী পাড়া ।

আত্মপক্ষ সমর্থনে বিরোধিতা করার ইচ্ছা থাকলে
এখুনি বলো -

একবার শ্রাবণের ঘোষণা হয়ে গেলে
মেঘ গল্পের ভেতর বৃষ্টির দাবি
জোরালো হয়ে উঠবে

গলি গলি কামরঙা শ্লোগান ছড়িয়ে পড়লে,
ভিজে যাওয়া ভালোবাসাবাসি শুরু হবে

আমি বাঁশি বাজাবো

প্রতিশ্রুতি রক্ষার দায় তখন তোমার!




  ২।।   ∆ মৌসূমী পাড়া - দুই ∆
                  


ফ্লাই ওভার পেরিয়ে
স্টেশনের বাইরে বেরিয়ে

আপতত অটোতে,

বিজ্ঞাপনের কোলগেট হাসিতে
সেজে উঠেছে জান্নাতের মফস্বল

বাসস্ট্যান্ড পাশ কাটিয়ে
কাপড় গলি বাজার
পথ নির্দেশের টুকরো মেসেজ অনুযায়ী
ডেস্টিনেশন মোহন সুইটস

ইন্তেজারের ঘড়ি হাসি ছোঁয়া মাত্র

কাছাকাছি কোথাও কৃষ্ণকলি বাজছে - - -
    




  ৩।।   ∆ মৌসুমী পাড়া - তিন ∆
               


আমি তোমার হারিয়ে ফেলা গান
তুমি যখন হারমোনিয়ামের রীডে আঙুল রাখো
আর ডাইরির পাতায় চোখ
আনমনে রাগ গলে জল

একবুক ব্যথা ঠেলে উঠে আসি
ঠোঁট নড়লে পাতা কাঁপে

অন্তরা ছুঁয়ে স্থায়ীতে ফিরে এসে
বিস্তারে ছড়িয়ে দাও বেদনার ছায়া

অনুরাগ উথলে, যাবতীয় চারুকলা
মেঘ খুলে মুহূর্ত নামালে

সমস্ত অভিমান
মাহাতো বাঁধের দিকে হেঁটে যায়




 ৪।।    ∆ মৌসূমী পাড়া - চার ∆
             


যে সময় শ্রাবণ সম্ভাবনাময়
কাছে ডাকো -
সারাদিন খোঁপার ভেতর
                     সাজানো আঁধার

জলভরা সংলাপে ছায়া ফেলে
অনন্ত হৃদয়

অভিসার গাইতে গাইতে শান্ত
মুখশ্রী সন্ধ্যার কাছে
সাবেকি হাসি

চোখ পড়ে

পুরোনো অথচ
খসেপড়া পলেস্তরা ধরে রেখেছে
ভালোবাসার গল্প

গানে গানে, একদিন
মডেল কলোনি হয়ে উঠবে তোমাদের পাড়া- - -





 ৫।।    ∆ মৌসূমী পাড়া - পাঁচ ∆
            


দুপুরের অতীত জানালা
কতোটা কুড়োবে তুমি?

ভালোবাসা যেখানে চোখ রাখে

পায়ে পায়ে সবুজ ছুঁয়ে হেঁটে যায়

যেভাবে রাগ চিনে চিনে -
ডাউনলোড করে রাখি
তোমার সেইসব গান

আসলে তোমার কণ্ঠ, হাসি ও
                    প্রিয় আড়াল যতো

চেনা ছবি সব -
   যেখানে তোমাকে নির্বাচন করে 
    আমার ফেলে আসা আলোর
                     ইশারার মতো- - -! 




অলংকরণ -শুভায়ু দাস

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment