Friday 2 April 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৪

শিহাব উদ্দীন রাশেদ এর কবিতা-



১.

∆ বুলেটের নিচে দাঁড়ায় ∆



ইচ্ছে ক'রে তাজা একটি বুলেটের নিচে দাঁড়ায়
ছায়াহীন নীলিমার অবগাহনে
ঐশ্বরিক স্থূলতা নিয়ে ছুড়ে ফেলি
তন্দ্রাচ্ছন্ন বিকারগস্ত বালিশ থেকে
কষ্টের নক্ষত্রচারী অচেনা অজানা বোধ। হ, শব্দ-ধ্বনি
ধুয়ে-মুছে শিগগিরই প্রশান্তিকে বেপরোয়া ছুড়ে দেই-
রেলগাড়ীর ঝকঝক দ্রুততার ভেতর...
অতঃপর নীলিমার সাহসী পল্লবগুচ্ছ, কন্ঠনালির আত্মতৃপ্তি
যতটা সম্ভব শ্বেতশুভ্র চাদর বিছিয়ে
নিভৃতচারী সিঁড়ির মতো
শুয়ে থাকি আজীবন...



২.

∆ কিরিচে শান দাও ∆


কিরিচে শান দাও সখী, কিরিচে শান দাও
অবগাহনে ঈষদুষ্ণ আঁধার ঘিরে ফেলে যদি
সখী, সহসা কিরিচে -তীক্ষ্ণ স্পর্ধাও দাও
অনিদ্র চোখ জোছনার প্লাবনে নিভে যায় যদি
গোলকধাঁধায় সখী, ছলাকলা শিখে নাও
শিখে নাও, শিখে নাও নখদর্পণেও ভুল হয় যদি



৩.

 ∆ চালিয়ো না মৃত্যুর খঞ্জর ∆


১.
আমার স্বপ্ন অবলীলাক্রমে ছুঁয়ে যাবে
ওগো সাহসিনী তোমায়
আমার সাম্যের দাওয়াত নির্দ্বিধায় পাবে
যদি ভালো বেসো আমায়

২.
ভালো বেসো, ভেদাভেদ খুঁজিয়ো না প্রিয়
যতটুকু অনুরাগ
সবটুকু জমাথাক
ক্ষোভ আর বিরাগ
ভুলে যাও হতবাক
দরদ মেখে ভালো বেসো, বেসো-না প্রিয়

৩.
অঘোর ঘুমে উষ্ণতা দিয়ো
যেটুকু লাগে
হ! গোলকধাঁধায় বেঁধে নিয়ো
নেহাৎ আগে

৪.
উড়ে যাবে হাসি, চালিয়ো না মৃত্যুর খঞ্জর
পার যদি ভালো বেসো
ভুলে রবে কতকাল?
পার যদি সদা হেসো
ছিড়ে ফেলে মায়াজাল
মরে যাই যদি, সাজায়-রে মৃত্যুর পিঞ্জর






অলংকরণ- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment