Friday, 2 April 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৪

শান্তম এর কবিতা-



১.
∆ নৌকোযাত্রা ∆


নৌকো থেকে দূরে দূরে

সরে যায় ঘাট, ঘরবাড়ি

 

তারপর দেখি মাঝি নেই


নৌকো নেই, জল নেই

ঘিরে আছে প্রিয় মুখগুলি 



২.

∆ একক সংগীত ∆



এক ভীষণ একলা এসে আমাকে 

বাঁচিয়ে দেয় দুঃখ থেকে, সুখ থেকে 


হঠাৎ যখন সে চলে যায় 


তার পিছনে পিছনে এলে

এই শান্ত একটি পথের ওপরে

সত্যি, আর কেউ নেই

 

শুধু আলো ও বাতাস খেলা করে 



৩.

∆ নিঃশব্দ ∆

 


গাছের থেকে জেনেছি 

মানুষের কোনও ভাষা নেই 


তাই দুঃখগুলি  ; আনন্দগুলি 

শব্দে জড়িয়ে জড়িয়ে


কেবলই ফুল হতে চায় 



৪.

∆ ফেরা ∆



ভয় হয় এভাবে যেতে যেতে

যদি ফুরিয়ে আসে পথ


তাহলে ফেরা হবে না আর 


একটি বিন্দু দাও । এঁকে দাও

তাকে কেন্দ্র করে একটি কক্ষপথ


না হয় থাকুক একটু অপেক্ষা  



৫.

∆ মানবজমিন ∆



ছেঁড়া ছেঁড়া পাতা তোর


ছায়ার পরিধি ফুঁড়ে 

ঢুকে পড়ে রোদ ; শিকারির নখ 


ছায়া ছাড়া সব যেন ছন্নছাড়া 

 

ছায়া পেতে আলো এনে 

হাওয়া এনে রাতভর


জমিনে ছড়িয়ে যাই জল





ছবি- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment