Friday, 23 April 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৬

রাজদীপ সেন চৌধুরী’র কবিতা-





.

∆ কল্পনার জন্যে ∆

 

এভাবে নিঙড়নো অন্তঃসারশূন্য মস্তিষ্কটা অসাড় থাকবে কতকাল

কি জানি। প্রতিরাতে বাঁশবন হাতছানি দিয়ে ডাকে; জ্যোৎস্নার চাঁদ

উজাড় করে দেওয়া স্তনের আলোয় ভিজিয়ে দেয় চোখ-মুখ সর্বাঙ্গ।

আমি কল্পনার পায়ে ফুল দিই, মাথা রেখে শুই অপেক্ষা করি-

যদি শেষ রাতে তুমি ছায়াপথে জোনাকির বেশে এসে মস্তিষ্ক প্রজ্বলিত করো।   

 

 

২.

∆ বন্ধুযোগ ∆

 

আমাদের ! এ প্রজন্মের মতো চারদেওয়ালে বন্ধুযোগ ? বরং

ইতিউতি ঝোপঝাড় পেরিয়ে ভোরের হলুদ আলো ছুঁইছুঁই করত গাছের মাথা,

জটাধারী কোন সন্ন্যাসীর মত ধ্যানরতা বট আশ্রয় দিত। সারাদিন ছিপে জড়ো হত

অজস্র রুই,তেলাপিয়ার দল।

বিড়ির ধোঁয়া আর সে ভাজামাছের স্বাদ আজও ফুসফুসে এবং উদরস্ত জমাট বেঁধে আছে

কৈবাল্যে , গাছে .....হয়ত বা !

 

 


৩.

∆ বারানসী ∆

 

অসির দিকে গড়ানো স্রোতে জোয়ারের খেলা। একফালি চাঁদের মত নৌকোর খোলে চেপে

রাতের গঙ্গা হীরের সাজে মোহময়ী ; পাশে বসা বিসমিল্লাহ্‌র ঠোঁটে তখন বিলম্বিত মালকোশ।

মন্দ্র থেকে গাঢ় তারপর অতিমন্দ্রকে চলে যাবার সন্ধিক্ষণে রাত পেরিয়ে মণিকর্ণিকার উষ্ণতা

পুনর্জন্ম দিলো ; চতুর্দিকে বরুণের লাল আভা।





ছবি- মেহবুব গায়েন


০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment