Saturday 11 November 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৮

সুপ্রভাত দত্ত এর কবিতা -


ক্ষতের পাশেই যারা

     
একটিও পাতা নেই - 'ওই গাছ' শুধু
একটি পাখির পায়ে সান্ত্বনা এনেছে !
এমন প্রবাহ মাঝে এই টিকে থাকা
যেন-- ' ভিক্ষা নিয়ে বাঁধা নিজেদের গান !'
সরল মনের তল ছুঁয়ে না দেখেই
তাকে যে অনন্ত তলে রেখেই দিয়েছে ।
যে মত কাঁপতে থাকে হিম্মতের পাশে
সে তো হৃদয়ের এক নবজন্মক্ষত !


যে-জন ক্ষতের পাশে শিস দিয়ে ফেরে
তারা আভা স্বরচিত-- গভীর বুননে ..
সেখানে কিভাবে ছুঁচ পথ কেটে চলে?


এখন যে কার চোখে

                   

এতটা তফাৎ নিয়ে আগে কি ছিলাম ?
নিজের পাড়ার রোদে খেটেখুটে শুধু
শরীরের রং গুলি পাল্টে ফেলেছি ...

কত যে অতীত ছিল - ' মনের প্রশ্রয় ' ।
সমস্ত শৈশব জুড়ে পাড়াতুতো রং
এপাড়া ওপাড়া খেলে এক হয়ে গেছে....
সজনে গাছের পাতা সারি সারি ছিঁড়ে
তার পায়ে সাজাতাম- ' সবুজ নুপুরে '
ঘরের পালুই মানে লুকোচুরি মন
দুপুরে প্রহরী হত শ্রমিক হাওয়া ।

এখন তো ব্যবধানে হেঁটে চলা শুধু ।
পাড়াতুতো রোদ আছে ; নেই মাখামাখি..
এখন যে কার চোখে অন্ধকারে দেখি ?

এই তো পুকুর

        
পাখিদের ডানা থেকে অনুভূতি সব
ক্লান্ত হয়ে লেগে থাকে বাতাসের গায়ে...
তারপর বাতাসের সিঁড়ি ভেঙে ভেঙে
নরম পুকুর গায়ে নিজেদের আঁকে!
এই তো পুকুর , যা বনানীর কাছে
সূর্যের আলোর দায়ে আয়নার মতো..
এই তো পুকুর যার বৃত্তাকার ঢেউ
শ্যাওলার তলে খোঁজে নিরিবিলি যত !

অলংকরণ - ঋতুপর্ণা খাটুয়া‌
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment