Sunday 12 November 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৮

অনিমেষ এর কবিতা -

এই রঙ বদলের গজল


যা লেখার জন্য রাখতে চেয়েছি তা আসলে অবশিষ্ট সংলাপ ছাড়া আর কিছুই নয়,
মেদুরতার কথা এইসব
যারা জানে তারা জানে এইসব দিনরাত্রির হিসেব রাখা কাজ নয়
আদতেই নিঃস্কলঙ্ক কোনো তরুণীর দিকে যাওয়ার জন্য এতকিছু

তুমি তো শহরের ধূলো, খেয়ে ফেলে দেওয়া অংশ 
আমার ভাগ্যে চুল পড়ুক, কোমর বন্ধনী পড়ুক

যা আমার তা বহুদিন ধরেই পরগাছায় ভোগ করে যাচ্ছে...

অলংকরণ - ঋতুপর্ণা খাটুয়া
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment