Thursday 29 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৭


হামিদুল ইসলাম এর কবিতা -

বিষণ্ণ রাত
                              

কতোদিন বৃষ্টি নেই
হৃদয় খরা
টুপটুপ শিশির ঝরে রোদের দুপুর


শহর বোঝাই মিথ্যের বেসাতি
তবু স্বপ্ন ফেরি করি
লোলিতার বুকে আঁকি ভোরের মিছিল


তুমি আসলে ভোর হয়
তুমি গেলে রাত
তোমার নির্যাস তুলে রাখি পালতোলা নৌকোয়


দিন গুণি 
কথা গুণি
আমার কথার ভেতর ঘুমিয়ে থাকে বিষণ্ণ রাত


বিবস্ত্র


বিবস্ত্র শব্দের সাথে ঘর করি প্রতিদিন
নষ্টাল মায়া বুক বরাবর
তুমি আছো আমি আছি
কবিতার হৃদয়ে জেগে থাকি সারারাত


তুমি কাছে
তবু কতোদূর
প্রেমের ক্যাক্টাস ভেঙে দেখি কোকিলা সুখ


নির্জন উপত্যকা
স্বপ্নে ভাসে কালবেলা
তিরতিরে নদীর বুকে ইচ্ছেগুলো সাজাই


সব কথা ফিসফিস
তুমি আমি বিবস্ত্র ক্ষণকাল পরই 


কবিতা


আশায় আশায় দিন গুণি
গোলাপ ফোটে
রাতের খোলস ফেটে বেরিয়ে আসে ঈশ্বর


লাল ঘোড়া নীল ঘোড়া
বুকের উপর
প্রতিদিন মাড়িয়ে দিয়ে যায় প্রাচীন বসত
রুক্ষ ফাগুন


জীবন এমনই
এমনই জীবন
হররোজ কবিতা হয়ে ভাসে শুকনো জলের উপর

অলংকরণ - প্রসাদ‌ মল্লিক‌

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment