Tuesday 19 March 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী -শেষ পর্ব‌

অনিন্দিতা মণ্ডল এর কবিতা -

গুমরে মরায় কোনো দাগ থাকেনা

চোখের কাজল অশ্রু জমায়
বুকের পাঁজর মনখারাপ
পায়ের পাতায় শরীরের ভার
গলার কাছে শুকনো পাপ ।

কিছু ছায়া নিজেকে চেনায়
রক্তপাতে ভেজে অহং বোধ
ক্যালেন্ডারের দাগ বেড়েছে যত
গুলিয়ে গেছে অনাদরে রাখা শোধ ।

পাহাড় রাখছে নদীর বুকের ব্যথা
আকাশ শোনায় খুচরো রোদের গল্প
ক্ষিদের দিনে যারা ভরিয়েছে পকেট
তাদের চোখেও অনাহার অল্পসল্প।

ভাঙাচোরা মানুষ আঁকড়ে ধরে হাত
দুঃখ দিয়ে চিক টেনে দেয় দরজায়
চোখের জলের দাগ চেনা যায় সহজে
শুধু দাগ থাকেনা গুমরে মরা-য় ।


যারা হারায় ইচ্ছা কিংবা অনিচ্ছায় 

বোকা হাত ঘাম মুছে নেয়
সহজ করে শীতের রোদে
ফর্সা গালে লজ্জা নামে
মরশুমি ঠোঁট আড়ালে কাঁদে ।

অঙ্ক বাড়ে আনাগোনায়
সমাধান রাখা হলুদ মাফলারে
চিঠির খামে পুরোনো কৌশল
বেলা বাড়ায় অযথা কলঘরে।

খোলা ছাদে জোছনা এসে পড়ে
শিশির মেখে ভারী হয় বিনুনি
যে পাড়া শুনশান হয় সন্ধ্যেয়
সে পাড়ায় রাতে কোলাহল শুনি ।

খুঁটে রাখা সন্ধ্যারতির ভাপ
মানুষ রাখার নিখুঁত পদ্ধতি
যারা হারায় ইচ্ছা কিংবা অনিচ্ছায়
তাদের বোধহয় না ফেরাটাই রীতি।

আমাদের কোনো বাসা থাকেনা


বন্দর রেখেছে পুরোনো মানুষছাপ
ঋণের গায়ে ঠুনকো বেঁচে থাকা
ভরাডুবি জীবনের মোহ ছেড়ে
ছায়ারা খোঁজে বিষাদের ব্যাখ্যা।

রাত ছড়ায় ঘুমের ঘোরে বালক
যন্ত্রণা পেয়ে কুঁকড়ে ওঠে ভোরে
তার শুধুই ক্ষিদেরা রঙচঙে
এমন যথাযথ উপোসের ভিড়ে।

জোনাকিরা প্রহরী পাঠায় রোজ
চোখের জলের গন্ধ তারা চেনে
বিদায় মানে আবার ঘুরে আসা
অপেক্ষারা মন থেকে তা মানে।

ভগবানের কোনো দোষ থাকেনা আসলে
সবকিছুই মিথ্যে আলোর সান্ত্বনা
ক্ষিদের গন্ধ যাদের গা থেকে ওঠে
তাদের কোনো বাসা-ই থাকেনা ।


ছবি- মেহবুব গায়েন‌

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment