Tuesday 19 March 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী -শেষ পর্ব‌
কৌশিক চক্রবর্তী’র কবিতা -

ফ্যারাওয়ের চোখ


নির্ভাবনায় আঙুল তোলো মুকুটে
খর্ব হয় নির্জনতা
বিপথে ছড়িয়ে যায় ঝুরঝুরে বালি
যে গাছে বেয়ে ওঠে লতা
তার দিকেও এসে পড়ে বিরুদ্ধ নজর-

অসহায় কুঞ্জদিনে পা ফেলি ঘাসে
লুকিয়ে পড়ে নদীর অসুখ...
এখনো নিরস্ত্র জিভে
জেগে ওঠে বিচ্ছিন্ন প্রপাত...

বিপরীত স্রোতে সিংহাসনের টুকরো
অচেনা নৈশদিনে ঘুম নামে ফ্যারাওয়ের চোখে... 

বটগাছের অপারগতা


সারা পৃথিবী যখন ঘুমোয়,
আমি একটু অন্ধকার নিয়ে দাঁড়িয়ে থাকি দরজায়
ফেলে যাওয়া পাঁচিলের দিকে নজর থাকে রোজ
ঘুম না এলে অযথা পাহাড়ের কথা ভাবি-

নি:শুল্ক জানলায় হাত রাখার কথা বলিনি আর
যদি পুরনো দায় এসে পড়ে নগরকেন্দ্রিক শাসনে
আলোর বিপরীতে তখন নজর কাড়ব...

সারা পৃথিবীর কাছে আজ একটাই প্রশ্ন
সত্যিই দরজা কি অধিকারহীন?

ভেবে দেখব
পৃথিবী নয়
রাত্রির কাছে প্রশ্ন করা সহজ...

না ঘুমনোও ভালো
কিন্তু যতদিন না বটগাছের অপারগতা মানতে হয় প্রকাশ্যে... 

বিধর্মী মানুষ


বেড়ে যাক ততটাই দূরত্ব
সাহস ফুরোলে যেভাবে আঁতকে ওঠে সবাই
রুমালের গিঁটে বায়বীয় বাসস্থান
ধর্মসঙ্কটে পড়ুক দম নেওয়া পুতুল...

ঘাড়ে কোপ মারার জন্য কবরের তল্লাশি
শূন্যস্থান নামক যেকটি কবিতা ছিল
তারাই ছাপা হয়েছে নামী ম্যাগাজিনের পাতায়
শেষ পৃষ্ঠার কবিতা 'আঙুলহীন মানুষ'...

ঘেরাটোপে গেরুয়া দিগন্ত
নতুন করে দরকষাকষি হয় নি
গিঁট পড়েছে অবচেতনে
আরও দামী হয়েছে কৃষ্ণগহ্বর।

মেঘ জমলে সূর্যের নমনীয়তা স্পষ্ট
এই মুহূর্তে দরকার
অন্ধকার হাতড়ে বেড়ানো বিধর্মী মানুষ...  

ছবি- মেহবুব গায়েন‌
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment