Wednesday 20 March 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী -শেষ পর্ব‌

মহা‌ আকমল হোসেন এর কবিতা -

আমাকে ঘুমোতে দাও


একটা আগুনের নদী পার হয়ে এসেছি। আমাদের শরীর সম্মোহিত রক্তমাংসের নৌকাগুলি নোঙর করছে

এক অলৌকিক ঘাটে।

পরজন্মের কোন বৈষ্ণবী তার প্রেমিক ছায়ার পাশে একতারা নামিয়ে বলে ওঠে -প্লিজ আমাকে ঘুমােতে দাও।

আমাকে ঘুমোতে দাও-

রাতের বাহু প্রসস্তির ভিতর! 


সহজিয়া 

 
সহজিয়া নিয়মে এখানে শীত আসে

পাথরকুচি রোদে। 


 নিকানো বারান্দা আর- 

 একতারার তারে দোয়েল বার্তা এলে

 তুমি শুখোতে দিও সনাতন রঙের শাড়ি।

 পার্থিব ভিক্ষার শেষে জ্বালবে ফাল্গুনী লন্ঠন। 


পদাবলী 
 
সখি 

বাঁশি কিনে নেবো এই দোলের আগে

 চৈত্রের সংক্রান্তির শেষে উঠোনে পুতে দেবো একটা কদম গাছ।

শ্রাবণী এলেই যাব যমুনার ঘাটে 

সমস্ত অপবাদের ওপারে বসে লিখব তের খন্ড পদাবলী।

ছবি- মেহবুব গায়েন‌
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment