বিশ্বজিৎ বাউনা’র কবিতা -
[] সীমায়িত ১
এত অস্বীকার নিয়ে কাকের ডগায় পড়ে থাকি আমি!
বৈঁচি ফলের মতো রোদ তফাৎ নিয়ে আজ দাঁড়িয়েছে
আমিষ স্খলনের এই ঋতু নিজস্ব আম্লিক --
সেই আদরের স্থিতি এখন হলুদ
তবু তোমাকে কামনা করি পলাতক শরীরে নেমে
আজ অক্ষরে অক্ষরে বালির উঁকি
সাধ্যের অতীত আজ এই শোক
আমাকে তুমুল খসায়
মৃত বাতাসে ঠুকে ঠুকে
সে নির্বাচন রীতির সীমায়িত প্রহর।
[] সীমায়িত ২
কে আজ বুঝেছে ডিঙির গোপন নাভিতে খরাস্নান আছে?
এখানে নাবিকের হাতল বর্ণিত প্রশ্বাস ছুঁয়ে
দূরের ছায়া থেকে চিরন্তন পাখির হিম ভেঙে আসে
যেন অলৌকিক প্রদীপের প্রভা!
দুর্বহ এই অন্ধকার নীল হয়ে যায় ঠোঁটে...
আহত প্রেষণায় ডুবে ডুবে
প্রকট অশ্রু থেকে পাথরের দূরত্বে তবু বৈঠা টানি---
[] সীমায়িত ৩
সে অস্বচ্ছ চোখের ঘাস ছুঁয়ে ঘাসুড়ে চাঁদ হাসে
লাঙল ফেলে রেখে কৃষক চলে গেছে আয়ুর সমীপে
সমস্ত কীটের উল্লাস অতিক্রমকারী
কেঁচো বনসাই আড়ি আজ
মনোভূমি জুড়ে অসাড় পালকের জৈব সংসারে
সারা সন্ধ্যা নেতিয়ে পড়ে থাকে।
আচ্ছন্ন জোনাকি মুকুলিত হয়েছে ফের
মোহ এক আশ্চর্য ঔষধি --- আমার অমনোনীত মুখে
ইতস্তত নক্ষত্রের ফুরিয়ে যাওয়া শস্য শুকায় বিনীত ঈর্ষায়।
অলংকরণ - কনিষ্ক শাসমল
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সীমায়িত সিরিজ নতুন স্বাদ দিল।
ReplyDeleteশ্রদ্ধা ও ভালোবাসা নেবেন। আপনার এই উপলব্ধি আমার প্রাপ্তি। খুব ভালো থাকুন 🙏🙏
ReplyDeleteভিন্নতর স্বাদের কবিতা! ভালো লাগলো।
ReplyDelete