শুভ্রাশ্রী মাইতি'র কবিতা -
[] শুশ্রূষা
বুকের ভেতর গোপনে, খুব গোপনে
বয়ে যায় এক ছলাৎছল নদী
দুঃখ বাড়লে, তার পাশে এসে বসি
নির্জন বিকেলে ঘুঘু ডাকে, ডাকে
রূপসী বাংলার মাঠঘাটঝিঁঝিঁ
বর্ণমালার বিশুদ্ধ আবহ যেন
জলের ক্ষয় গোপনে নামিয়ে রাখি
সে আমাকে ঢেউ, স্রোত, নৌকা দেয়
পালতোলা জাহাজ, গলে যাওয়া
খড়ের প্রতিমার ভেজা ভেজা আশিস
মনে মনে তাকেই আমি
বাংলা ভাষা বলে জানি
[] সেলাই
পড়ন্ত ছায়ার কাছে
অনিঃশেষ দাঁড়িয়ে থাকি
সে আমাদের দুঃখের গল্প শোনায় রাতদিন
আমাদের আলো আর অপ্রতুল আগুন,
আমাদের পাতাখসার বিষণ্ণ, করুণ কাহিনী
ভাবছি, সুখের গল্প শোনাতে বলব
তাকে এবার; এক উষ্ণ সোয়েটারের
আশ্চর্য বুনে ওঠা...সোজা, উল্টো,
উল্টো, সোজা...ঘর ফেলা, তোলাতুলি
দেখতে দেখতে শীতের পালক
ঝরে যাবে আমাদের; রোদ্দুরে
ভরে যাবে পরিযায়ী জন্মের পাতাগুলি
[] শবরী
যদি দাঁড়াতে হয়,
এইখানে দাঁড়াবো খানিক...
এই মরা নদীর সোঁতা
রুপোর কাঁটা বাঁক শিয়রে
ধানগমের আলো; সাঁকোজীবন;
আবহমান... ভাঙাচোরা, নড়বড়ে
এইখানে, ঠিক এইখানে
বহুজন্ম ধরে দাঁড়িয়ে থাকব আমি...
যদি নেমে আসো হড়পা বানে তুমি
ভাসিয়ে দাও সমস্ত অভিমান, নুড়িপাথরে
হাতের পাতায় এ ডুবন্ত আকাশ,
বৃষ্টিরেখ জানালা, ঝিঁঝিগানের
সরগম স্বাক্ষী; অপেক্ষায় আছি...
জোছনার মালাচন্দন নিয়ে
অন্তহীন অপেক্ষায় আছি
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment