Saturday, 20 March 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৩


শেখ ইমাম উদ্দিন এর কবিতা-




∆ নৌকা সিরিজ ∆

        
১.
সাদা পাতার শেষে রেল লাইন

বৃষ্টি হলে সবুজ মিথ্যাচার
রক্তমাংসে বন্ধ চোরাগলি
উত্তেজনার অকাল অভিসার...

বিষণ্নতা বিলাসী শীতকাল
অঙ্গের মাঝে নৌকা ডুবে যায়

কাঁদলে এখন সিলিং কেঁদে ওঠে
অন্ধ হলে আঙুলে জ্বর নেই...



২.
সহজ চিনিকলে সংযোগ নেবো
বদলে নেবো বেশিদূর...

ইশ্বরের মাঝে বেঁচে আছো শিমূল গাছ
অসমগ্রন্থনে তীব্র ভাঙা সুর...

গ্লানি এবং বাগান ছুঁড়ে দিয়ে
সবুজ গোলাপ নৌকা দাবানল...

সভাঘর শব্দের ভিতর ধোঁয়া
নকলনবিশ কপাল ঠান্ডা জল...



৩.
একদিন সমুদ্র থেকে উত্তরাধিকার চেয়ে
দেওয়াল তুলে দেবো
বেড়ালের মত চোখ করে রং খেলবো
পাতাবাহার ধ্বংস  করে নেবে বেঁচে থাকা... 

মিশে গেলে বন, শব্দের মেঘ
কবিতা, স্বপ্ন, অডিটোরিয়াম...



৪.
অন্তমিলের শেষে কৈফিয়ত
ভোররাতে নৌকা ফুলের মত
ভেসে ভেসে শেষ চাওয়াটুকু...

দখল করে তফাত যাও পাতা
শরীর নাও, ভাসিয়ে নিয়ে চলো
অতৃপ্তি, ধাপে ধাপে নিরুত্তাপ চোখ...



৫.
একদিন নলবনে রং দেবো
চার চারটে পাহাড়, রক্ত এবং নদী

সেমিকোলনে শরীর জেগে থাকে
শ্লেষ মাখলে এফোঁড় ওফোঁর জল

মৃত্যু অবৈধ শব্দের মত
পদ্মা নদী, অভিযোগ আর একাকিত্ব...




ছবি- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

31 comments:

  1. সবগুলোই শুনেছি সেদিন। আজ পড়লাম। ভালো লাগলো।

    ReplyDelete
  2. Darun imam da👌🔥

    Ami Ankan

    ReplyDelete
  3. নৌকা পাল তুলে তড়তড় করে এগিয়ে চলছে। অনেক অনেক শুভেচ্ছা

    ReplyDelete
  4. এত্তগুলো কবিতা ❤

    ReplyDelete
  5. এত্তগুলো কবিতা ❤

    ReplyDelete
  6. অসাধারন।।।।। আর অর্থটা খুব গভীর

    ReplyDelete
  7. ফাটিয়ে দিয়েছো ইমলি চরণ 💢

    ReplyDelete
    Replies
    1. তোর চশমার রংটা ঠিক করালি?

      Delete
  8. ভালো কিছু পড়ার খিদে পেয়েছিল,তোর লেখা পড়ে এখন সেই খিদে মিটলো কি😊 আহা তৃপ্তি 😌❤️

    ReplyDelete
  9. ভালো লাগলো, শুভকামনা রইলো ।

    ReplyDelete
  10. কিছু কিছু ছবি চমৎকার,গভীর। আরও ভরে উঠুক।🌼

    ReplyDelete
  11. বাহ্, খুব ভালো লাগলো ইমাম❤

    ReplyDelete