Monday 29 January 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-১

উদয় সাহা’র কবিতা -

নিঝুম 

কথায় বাড়ে কথার তীক্ষ্ণ স্বর;
সেতু এখন নীরব মরুভূমি...
বাঁধন নয় ; ভেঙে গেছে ঘর;
পান থেকে চুন খসালে তুমি

পায়ের নুপুর নিঝুম হ'ল মনে,
সাদা পাতায় বিরাট বড়ো স্পেস-
সমগ্রতা নামলো গলির কোণে,
ঠোঁটের মাঝে তোমার চুমুর দেশ...


বৃষ্টির পর 

তুলসীতলায় লুকানো আছে সময়-
নিয়ম করে শোকের গান গাওয়া...
সব মৃত্যু জাগায় না আগ্রহ ;
সুস্থ চোখে ছুটছে রেশম হাওয়া 

চিতা ফুঁড়ে উঠতে তবু হবে,
রুমাল জুড়ে অজস্র নোনা ঘাম;
উড়বে ফানুস, বেপরোয়া সাজঘর,
খুচরো রানে জিতবে তোমার নাম

মাথার কাজ অনেক হ'লো জনাব,
পুরানো চোট টাটকা থাকা ভালো-
রিংটোনে লাফিয়ে বেড়াক হরিণ 
বৃষ্টির পর সন্ধ্যাশহর- 
                      অপূর্ব সে আলো !


অবশ্যম্ভাবী 

হলুদ কোটার আলোয় ডুবে গেলে
বাড়ি ফেরা হয় না আর... 

শরীরে লেগে থাকে নিঝুম দুপুরবেলা 
শীষ দিয়ে শিস বাজায় আমনগ্রাম
ডিঙি নৌকায় বহতা পানকৌড়ি-মন...

তারপর দেখি--
পলাতক-তুলো-মেঘদের পথে, 
নিড়নো মাঠে ঈশ্বর লেখে গোধূলির ভাষা 


ছবি- অর্ণব জানা
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment