Friday 17 July 2020

কবিতা

   
ফেরিওয়ালা কাক

বিপ্লব ভূঞ্যা


ফেরিওয়ালা কাক সংগ্রহ ঘরনায় ডাকে
তার উচ্চারণ কিছুই বুঝিনা আমি
তবু দেখেছি প্রদীপের কোলে বেড়ে ওঠা আগুন ধারন শেখে পোড়া মাটির কাছে
অপেক্ষায় বনবাস ছিল, ছেড়ে দেওয়া ছিল
আমি বন্দরে দেখি জমে ওঠা পলির স্বর্গ
আমাদের ঘর, লক্ষী পায়ে স্যাঁতসেঁতে চিহ্ন
মাটি কাঁকড়ার গা ছুঁয়ে আছে আদিবাসী হাত
চোখের জ্বল জ্বল সাহসী বাঘ

চিহ্ন বললে ধ্বংস বলবে - ইতিহাসও বলবে তুমি...
অলঙ্কন- জয়নুল আবেদিন
সংগ্রহ- ইন্টারনেট

০৫ আষাঢ়,১৪২৭

No comments:

Post a Comment