Sunday 19 July 2020

কবিতা

শাপলা পর্ব -৭

কবি অতনু রায় এর কবিতা-




১।। ∆ অরিগ্যামি ∆



তোমার কাছে কিছুই নেবো না আর
হটস্পটও না
ধূলো ঝেড়ে পুরোনো কী-বোর্ডে
অক্ষর সাজাবো 
ওয়াই-ফাই ছেড়ে ফিরে যাবো
ডেটা কেবেলের কাছে ...

এই হাইপার গ্লোবালাইজেশন 
তোমার ছোঁয়াচে রোগ 
আমি তো সোশ্যাল ডিসটেন্সিং মেনে 
খুঁটে খুঁটে তুলে আনি হারানো অরিগ্যামি ...

                        



২।।  ∆ বহমান ঐতিহ্য ∆
 


কৈশোর থেকে যৌবনের দিকে 
ছুটে চলার সময় তোমাকেই ভালোবেসেছি...

আড্ডা ভেঙ্গে গেলে 
প্রেমিকার পাড়ার রাস্তায় দশ চক্কর,
সঙ্গে নিয়েছি তোমাকেই।

তোমার সাথে এতোদিনের সহবাস 
আজ ক্লান্ত হয়ে গেছে 
পুরনো দাম্পত্যের মতো...

আমার বড় হওয়া থেকে বুড়ো হওয়ার 
অন্যতম সাক্ষী হয়েও, 
আজ তুমি উপেক্ষিত...

কতোবার ভেবেছি বিক্রি করে দেবো,পারিনি ...

তুমি গ্যারেজের এককোনে
অভিমান মেখে আজও দাঁড়িয়ে আছো
আমার দাদুর ভাঙা সাইকেলের ঠিক পাশেই...

                        


৩।।  ∆ আমাদের ঈশ্বর ∆



রাস্তার আলোর নিচে 
দাঁড়িয়ে আছে আমাদের ঈশ্বর ...

গোপাল-রাখালের হাত ধরে
সুবোধ বালক হওয়ার পাঠ নিয়েছি 
'বর্ণপরিচয়' চিনিয়েছে অক্ষরমালা
আমাদের 'বোধোদয়' হয়নি আজও...

দু'শো বছর কম সময় নয় ...

রাস্তার মাইলফল সংখ্যা চেনায়...

পথ হাঁটে ঋজু মহাজীবন ...

আমাদের ঈশ্বর ...

                        


৪।।  ∆ রাগ ভৈরবী ∆



রাত ফিকে হলে
স্বপ্ন ভেসে আসে 
ছাদে সকাল নামে
         ঘুম জেগে থাকে 

সিঁড়ি বেয়ে নেমে আসে 
কালো অন্ধকার 
ঘোলাটে ভৈরবী রাগ
         ফরসা আগমনী বাজে

                        


৫।।   ∆  অপেক্ষা 



অপেক্ষা কোনো হল্ট স্টেশন নয় । অনন্ত সম্ভাবনার স্বাস্থ্যবতী মরীচিকা ও নয় । অপেক্ষা জাস্ট মেলোডিয়াস রাতে ঝুলে থাকা আধ খাওয়া চাঁদ ।  যেভাবে পঞ্চম পেগ খাওয়ার পর সমস্ত কার্ফু উঠে যায় । সম্মতির চূড়ান্ত পর্যায়ে দরজা এবং আলো বন্ধ হলে আর কোনো অপেক্ষা থাকে না  পাহারায় । একটা  আন ওয়ান্টেড সেভেনটি টু অথবা একটা স্মার্ট কার্তুজ সমস্ত অপেক্ষার দি এনড করতে পারে । ঠিক যেমন আম আদমি কে শেষ করে দেবার জন্য একটা ঝকঝকে অ্যামেডমেন্টই যথেষ্ট । তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই । মহাকালের গায়ে লেগে থাকা শ্যাওলার মতো জনতার সরকার ঠিক টিকে যাবে । আর জনতা প্লেজারেবল ক্লাইম্যাক্স এর জন্য অপেক্ষা করবে ...
     

         

         
 অলংকরণ - মেহবুব গায়েন

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


6 comments:

  1. "অপেক্ষা কোনো হল্ট স্টেশন নয়" - ভীষণ ভালো লাগলো।

    ReplyDelete
  2. অপেক্ষা is the best!

    ReplyDelete
  3. ধুলো ঝেড়ে পুরানো কীবোর্ডে অক্ষর সাজাতে চাইলেও অতনুর এই কীবোর্ড কিন্তু একেবারেই নতুন । তবে ভবিষ্যতে হয়তো সে সত্যই প্রমাণ করতে সক্ষম হবে কারো কাছে সে হটস্পটও ধার নেয়নি । অতনু সুন্দর ।

    ReplyDelete
  4. আশীর্বাদ করো দাদা

    ReplyDelete