Monday 27 July 2020

কবিতা

শাপলা পর্ব -১০

কবি সন্তোষ চক্রবর্তী’র কবিতা-





১।।    ∆ গুজব ∆




কিছুই রাখোনি তুমি।যেটুকু রেখেছো গচ্ছিত
পরবাসে ঝড়ের মতো একা গৃহস্থ নির্বাসন
তিল ক্ষেতে খইয়ের মতো সাদা ফুল নিরালায়।
বেনাবনে কে আর সর্প শিকারের স্বপ্ন দেখে?
অতি তুচ্ছ শিকার প্রণালী,শান নেই দীর্ঘকাল এমন বিদ্যায়!
যদি বা তুষ্ট হয়েছিলে কোনদিন অথবা তাও না
একক প্রয়াসে গ্লানিন্তে মুঠো করা দু একটি নির্বিষ দিন।
এমন স্বর্গীয় গুজবে নাই বা গাইল গান আর সাই!
তুমি এসেছিলে চতুর্দিক এত আলো তাই,হাওয়ার শব্দে
কেঁপে ওঠে আমাদের পর্ণ কুটির।প্রান্তিক জলসাঘর।





২।।     ∆ দহন ∆




দেহ থেকে আত্না বাহির হয়েছে,তাই যোগাযোগ হীন মানুষের সাথে।একটি ভিতু চড়াই রোজ ডাকে শিয়রের কাছে।ওকে দানা দি।জল।আলো।
ধুলোর শরীর জুড়ে খণ্ড খণ্ড মূহুর্ত গুলি আজ নিশ্চিত আশ্রয়ে।
পূর্ব স্মৃতির কথা ভাবলে পাপ জাগে।অনুতাপ
আশাতীত আলোয় এখন মাটি থেকে পৃথক করা হয় ধান।ওতে কোমল আত্মা গচ্ছিত।খর বায়ু।বাদলের দিন
ফুলগুলি আজ কেমন গাছে গাছে আশ্রিত।পাখিরা ডাকে
স্তব্ধতার ভেতর নৈঃশব্দ আমাকে শান্তি দিয়েছে।
অন্য যে পৃথিবীর সাক্ষাৎ পেয়েছি,তা আমার থাক।
ভীতু চড়াই,জেনো মৃত্যু হবে কোনদিন।তোমার।আমার।
আমাদের নৈঃশব্দ ভিন্ন মাত্রা পাবে তাতে।মোহমুক্ত হও
দেখো কেমন সমাদর করে আমাদের আদর!





৩।।     ∆ শঙ্খনীড় ∆



শঙ্খনীড়!কবেকার স্বাদ মিশে তাতে
ভাঙা সুর।ভাঙা ডাক।ভাঙা আহ্লাদ
অবেলায় এই কুটিরে আলো এসে পড়ে
মাঝরাতে স্বপ্ন আসে।আত্মমগ্ন কবি নিশি ডাকে
ঘর ছেড়ে চলে যায় দূরে অন্য এক নিরালায়
যেখানে বহুযুগ পর কায়েত রমণী বাগ্র চিত্তে ডাকে!





৪।।   ∆ কৌশল ∆



চিহ্ন হীন যতি।আঙুল রাখো।দুই হাত
এক করো।কর জোরের ভঙ্গিমা যেমন!
পর্যাপ্ত স্থানের অভাব।জল হাওয়া আছে
ভঙ্গিমা এমন যেন তুমি সব জানো!
আমার সাধ্য নেই তোমাকে আটকে রাখার
যদি মনে হয় চলে যাবে,চলে যাও!





৫।।    ∆ সংকেত ∆



দেখেছি কুঁড়ির মতো আসা
শেষে ফিরে যাওয়া যুবতী ফুল,
আমাদের মালতী মাধবী নেই
বাড়া ভাতে ঋণ,অভাব ব্যাকুল।
আসা যাওয়া সামান্যই মাত্র
অসাবধানে গা লেগে গেছে গায়ে,
আমাদের অভাবী দিনে দেবী ভেবে
তোমাকে প্রণাম তার চেয়ে।
দেখেছি ঝড়ে যাওয়া,আর
ভ্রমর মধু নিয়ে ফিরে গেছে,
গরীব পূজারী আমি,তাই নিয়ে
প্রার্থনায় দেবীর পায়ের কাছে।
যদি মালি হতাম,তবে তোমাকে
নিয়ে এসে গেঁথে একের পরে
বাজারে বিকিয়ে দিতাম যে
দরে পেয়েছি,তারও কম দরে।
দায় থেকে আজ পূর্ণ সংকেতে
অতএব বিদায় জানায় তোমাকে।



অলংকরণ - সৃজিতা মাইতি

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1 comment:

  1. অনবদ্য কবিতাগুচ্ছ। চমৎকার। স্বরের বিপুল পরিবর্তন হয়েছে।

    ReplyDelete