Tuesday, 4 August 2020

কবিতা

শাপলা পর্ব -১২

কবি বিশ্বজিৎ মাইতি’র কবিতা-




১।।   ∆ আমি ও আমার বন্ধুরা ∆



আমার বন্ধুদের কারো কারো
একশত আট শ্রীশ্রী মা দুর্গা সহায় ,
বন্ধুর হয়ে আসার বিনাশ করেন একা হাতে।

আমার কোনো কোনো বন্ধুকে পাওয়ার জন্য
মরা পাখির বুকে ওম জেগে ওঠে,
ঋতুমতী বালিকারা সানন্দে শয্যায় চলে আসে।

আমি শুধু "হিস হিস" শব্দে অন্যকে ভয় দেখাতে চাই,
ভুলক্রমে "হুস হুস" শব্দে পাখি উড়ে যায়।





২।।     ∆ এমন তো হতেই পারে ∆



এমন তো হতেই পারে।
শিকারি তার তীর -ধনুক লুকিয়ে রাখল
সাপ তার বিষথলি লুকিয়ে রাখল
চিতা তার থাবাকে লুকিয়ে রাখল!

পাখিটি তাই শিকারিকেই ভাবতে লাগল,
ব্যাঙ তাই সাপকেই ভাবতে লাগল,
হরিণ তাই চিতাকেই ভাবতে লাগল,
তার ফ্রেন্ড,ফিলজফার এন্ড গাইড!





৩।।     ∆ তাহলে ∆



ধরো,আমি কিছুই হতে পারলাম না,
মানে, বাঘও হতে পারলাম না,
হরিণও হতে পারলাম না,
বাঘ যখন হরিণের দিকে ঝাঁপিয়ে পড়ছে
আমি তখন জঙ্গলের মধ্যে শন শন হাওয়া হয়ে বইতে লাগলাম
নদীর ঢেউয়ের মতো কুল কুল বয়ে যেতে লাগলাম ভোরবেলা।

ধরো,আমি কিছুই হতে পারলাম না,
মানে, সুযোগসন্ধানী পুরুষও হতে পারলাম না,
অসহায় মেয়েটিও হতে পারলাম না,
লোকটি যখন  ছিনিয়ে নিতে চাইছে সবকিছু,
আমি তখন কুকুর হয়ে ঘেউ ঘেউ করতে লাগলাম,
পাখি হয়ে ডানা ঝাপটাতে লাগলাম সন্ধ্যেবেলা।

ধরো, আমি কিছুই হতে পারলাম না,
মানে, অস্ত্র হয়ে এক কোপে মাথাও কাটতে পারলাম না,
কাটা মুন্ডু হয়ে গড়িয়ে যেতেও পারলাম না,
অস্ত্র যখন এক এক কোপে ধড় থেকে মুন্ডুকে আলাদা করছে,
আমি তখন কবিতা লিখতে লাগলাম!
আমি তখন গান গাইতে লাগলাম রাত্রিবেলা!
তাহলে!




৪।।     ∆ পুরানো দিনের গল্প ∆



আমি ও আমার বউ আজকাল
পুরানো দিনের গল্পগুজব করি খুব।
আমাদের দেশের বাড়ির উঠোনে
একটি দোহারা গড়নের আমগাছ ছিল,
মুকুল ধরার সময় থেকেই
ম ম করত সারা পাড়া,
ছেলে ছোকরারা তো বটেই,তাদের বাপ কাকারাও
দিনে দুপুরে ছোঁক ছোঁক করত সেই আমি গাছের গায়ে গায়ে,
সে আমের সুগন্ধের কাছে যুবতির গায়ের গন্ধও পানসে-
আমি ফোড়ন কাটি।

আমিও আমার বউ আজকাল
পুরানো দিনের গল্পগুজব করি খুব।
বউয়ের বাপের বাড়ির রান্নাঘরের কোণে
তার ঠাকুমার লাগানো একটি লঙ্কাগাছ ছিল
সেই লঙ্কার ফোড়ন দিতে গিয়ে
রাঁধুনি পিসির চোখে জল ঝরত,
সেই লঙ্কা ভাতে মেখে খাওয়ার জন্য লালা ঝরত  বাড়ির বউ ঝিদের,
এর কাছে পুরুষের সোহাগ নেহাতই মেকি–
বউও সমানে টিপ্পনি কাটে আমাকে।

আমি ও আমার বউ আজকাল
পুরানো দিনের গল্পগুজবে মজা পাই খুব-
সামনের দিনগুলো নিয়ে ভাববার সাহস পাই না।




৫।।    ∆ নির্বিকার ∆



আমি কাউকেই কিছু বলি না।
বিড়ালকে কিছু বলি না,
ইঁদুরকেও কিছুই বলি না।
বিড়াল যখন ইঁদুর ধরার জন্য
নিঃশব্দে থাবা পেতে রাখে গর্তের সামনে,
আমি তখন গর্তের মুখ হয়ে নির্বিকার চেয়ে থাকি।
ইঁদুর যখন মাটি কেটে গর্ত বানায়
আমি তখন গর্তের মাটি হয়ে
ঝুর ঝুর ভেঙে পরই নির্বিকার।



অলংকরণ - শুভদীপ প্রধান

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment