Friday, 21 August 2020

কবিতা

শাপলা পর্ব-১৪


অনিমেষ মণ্ডল এর কবিতা-





১।।  ∆ সন্ধ্যা ও সমুদ্রের কথোপকথন/১ ∆




কতটা কাছে এলে তুমি ভিজবে সন্ধ্যার সমুদ্রে ? ক্যামেরার লেন্স  বন্দী অস্তগামী সূর্য ।সমুদ্র সৈকতে বালির লোভনীয় আদরে ভেজা শাড়ি ।উপচে পড়া তোমার তরুণী যৌবন ।নিষ্প্রদীপ অন্ধকার মেখে সাজিয়ে রেখেছো পশ্চিমের আলো ।আনন্দ কতটা গভীর হলে তুমি ভাগ করে নিতে পারো পলাশ মাখা ডুবন্ত বিকেল ? সমুদ্রের আদর কক্ষে লাভ সাইন এঁকে তাৎক্ষণিক ভালোবাসা ছুড়ে দিও গভীর সমুদ্র বক্ষে ।সন্ধ্যা ,রাত ,সকাল নতুন আমেজে নতুন রূপে সঙ্গমের  মহরত খুঁজে আনো সমুদ্রের আলাপ চারিতায় ।




২।।   ∆ সন্ধ্যা ও সমুদ্রের কথপোকথন /২ ∆




সমুদ্রের বিচে বসে সেল ফোনে ব্যস্ত তুমি ।আমি ব্যস্ত ঢেউ মাখতে । ব্যস্ততা কতটা নির্জন হলে আমাদের পরিচয় হবে ।কিছুক্ষণ  বাদেই অন্ধকার গ্রাস করে ফেলবে সমুদ্র ।সন সন শব্দলহরী উন্মাদের মতো ছুটে আসবে ঢেউ হয়ে ।আমাদের ব্যস্ত মুহুর্তেরা সূর্যের সাথে ডুবে যাবে সমুদ্রের গভীরে ।জাহাজের ভাঙা মাস্তুল ভেজা ইচ্ছেরা পিয়ানোর সুর হয়ে ভেসে উঠবে নির্জন সমুদ্রের অতলান্ত গভীরে ।




৩।।   ∆ সন্ধ্যা ও সমুদ্রের কথোপকথন/৩ ∆




দূর দেশ থেকে ভেসে আসা নীল ঢেউ সমুদ্রের কিনারে আলতো ভাবে চুমু খায় । প্রতিটি ঢেউয়ের শিরা উপশিরায় জড়িয়ে আছে তোমার আনন্দ উচ্ছ্বাস। সৈকতে লেখা আদর সংলাপ  ঢেউ বন্দি করে নিয়ে যায় নির্জন গভীরতায় ।আমাদের লেখা নামের প্রথম অক্ষর ভেসে যাই নীল জলের নীলিমায় । কতটা ভালোবাসা দিলে সমুদ্র আমাকে ঢেউ ফিরিয়ে দেবে ...
আমি নিজেকেই দিতে পারি তার বিনিময়ে ।





৪।।  ∆ সন্ধ্যা ও সমুদ্রের কথোপকথন / ৪ ∆



কতটা সন্ধ্যা নামলে তুমি সমুদ্রের  গভীরে নিয়ে যাবে ? কতটা ঢেউ উঁচু হলে তুমি নিজেকে ভাসিয়ে দেবে ?সমুদ্রের কিনারে পড়ে থাকা ঝিনুক আমাদের অভিমান দেখে মুচকি হাসে ।প্রবালের রক্তিম রঙে রাঙানো ঠোঁট ,মুক্তের আভায় উদ্ভাসিত হাসি ।ডুবে যাওয়া সূর্যের মৃদু আলো তোমার প্রকাশিত নাভি প্রদেশের প্রেমে নেশাতুর ।সন্ধ্যা যত গভীরে মিশে যাবে আমাদের চেনা স্পর্শ ততোটাই গভীর হয়ে মিশে যাবে আনন্দ উচ্ছলতায় ।কোনো পরিজায়ী পাখিকে সাক্ষী রেখে আমাদের অপূর্ণতা ভরিয়ে দেবো সন্ধ্যা ও সমুদ্রের মিলন অবসরে ।






৫।।  ∆ সন্ধ্যা ও সমুদ্রের কথোপকথন/৫ ∆




পথ ভুল করে তোমার সাথে রাতের রিক্ততা মেখে নি।তোমার ভেজা অন্তর্বাস সমুদ্রের নিশ্বাসে শুকোতে চায়।চাঁদের আলোয় নখের বালি সরিয়ে নেলপলিশ আঁকতে মশগুল ।তারাদের কাতর আহ্বানে চোখে কাজল এঁকে জল মাখতে ভালোবাসো ।তোমার মেহেন্দি কাটা হাতে ঝিনুকের সৌন্দর্য প্রতিটি যুবকের হার্ট বিট বেড়ে ওঠার কারণ ।তোমার ভালোলাগা তোমার নিজস্ব সম্পদ,অভিমান তোমার একান্ত আপন ।তোমার রক্তিম হাতের তালুতে বন্দি অনাবৃত উন্মত্ত সমুদ্র ।



ক্যামেরা বন্দি- অর্ণব জানা

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



No comments:

Post a Comment