কবি স্বপন নাগ এর কবিতা-
১।। ∆ নিছক অভ্যাসে ∆
অনেকটা পথ পেরিয়ে এসে এবার খানিক থেমে
যেই দেখছি পিছন ফিরে : পথ গিয়েছে নেমে !
খাদের সিঁড়ি বেয়ে বেয়ে আরেকটু যাই যদি
ঝিলমিলিয়ে উঠছে জেগে কবেকার এক নদী ।
ঘাটের কাছে থমকে আছে সারবাঁধা সব নৌকো
আরশিতে দাগ কাটছে সময় গোল-তেকোনা-চৌকো,
এই ভাসছে, ডুবছে আবার কাটাকুটির খেলায়
অজস্র চুমকিতে আকাশ সেজেছে রাত-বেলায়।
শোনাচ্ছে কি শোলককথা নীরবতার ভাষায় ?
অতীত, আমায় অতীত টানে মুখর ভালোবাসায় !
যেন আমি দাঁড়িয়ে আছি সময় ছুটছে দ্রুত --
ছুটন্ত সব ছবির সারি --- অদেখা অশ্রুত ।
ধানের ক্ষেতে লুটিয়ে আছে শেষবিকেলের রোদ
বাতাসে কি বাজছে কোথাও বিষণ্ণ সরোদ ?
কেউ কি আছে দূরে কাছে, কেউ কি আছে পাশে
তাকিয়ে ফিরি তোমার দিকেই নিছকই অভ্যাসে !
অনেকটা পথ পেরিয়ে এসে এবার খানিক থেমে
যেই দেখছি পিছন ফিরে : পথ গিয়েছে নেমে !
খাদের সিঁড়ি বেয়ে বেয়ে আরেকটু যাই যদি
ঝিলমিলিয়ে উঠছে জেগে কবেকার এক নদী ।
ঘাটের কাছে থমকে আছে সারবাঁধা সব নৌকো
আরশিতে দাগ কাটছে সময় গোল-তেকোনা-চৌকো,
এই ভাসছে, ডুবছে আবার কাটাকুটির খেলায়
অজস্র চুমকিতে আকাশ সেজেছে রাত-বেলায়।
শোনাচ্ছে কি শোলককথা নীরবতার ভাষায় ?
অতীত, আমায় অতীত টানে মুখর ভালোবাসায় !
যেন আমি দাঁড়িয়ে আছি সময় ছুটছে দ্রুত --
ছুটন্ত সব ছবির সারি --- অদেখা অশ্রুত ।
ধানের ক্ষেতে লুটিয়ে আছে শেষবিকেলের রোদ
বাতাসে কি বাজছে কোথাও বিষণ্ণ সরোদ ?
কেউ কি আছে দূরে কাছে, কেউ কি আছে পাশে
তাকিয়ে ফিরি তোমার দিকেই নিছকই অভ্যাসে !
২।। ∆ কথাবিষয়ক ∆
No comments:
Post a Comment