Saturday 10 October 2020

কবিতা

মাটি খোসা পর্ব-২

কবি মোঃ হুমায়ুন কবীর (অর্ণব আশিক)এর কবিতা-






১।।  ∆ একটা ঝলমলে জীবনের খোঁজে ∆ 



প্রকান্ড গাছের গুড়ির মত ওদের জীবন
কচু পাতার উপর টলটলে জলের মত ওদের জীবন
গরিলার হাতের মত ওদের পেশি, আকাশের মত ওদের বুক
ওরা পেশাজীবি শ্রমজীবী। 

ওদের জীবনের গায়ে ফুটে আছে কষ্টের  থোকা থোকা ফুল,
টুকরো টুকরো বাঁচার আকুতি নিকষ কালো আঁধারে মিলায়
বুকের ভিতর আর্তনাদ করে কষ্টের বিষন্নতা 
কাস্তে শাবল হাতুড়ি ঠোঁট বেঁকিয়ে হাসে
ওরা তবু লড়াই করে বাঁচা-মরার। 

পুঞ্জীভূত মেঘের মত কষ্টগুলো 
খুঁটে খুঁটে জীবনের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়
দারিদ্র্যের কষাঘাতে ক্ষত-বিক্ষত দিনগুলো রক্তাক্ত হয়
তবুও ওরা জীবনকে বাজি ধরে বাঁচা-মরার নর্দমায়। 

ওরা একটা ঝলমলে পেলব দিন খোঁজে 
ওরা একটা সুন্দর সমাজ খোঁজে 
ভাত কাপড় বাসস্থানের নিশ্চয়তা খোঁজে 
ওরা একটা ঝলমলে জীবন খোঁজে। 





২।।  ∆ আলোর মধ্যেই অন্ধকার ∆



শ্যামলী থেকে মিরপুরের বাস ধরেছি
বাসের ভিতর আগাছার মত মানুষ
গিজগিজ করছে, অনেকের মুখে মাস্ক লাগানো, কারো কারো হাতে আছে গ্লাভস 
অনেকের কোনটাই নাই, 
ভাইরাস, মৃত্যু এদের কাছে নস্যি
সকাল বেলা হাঁটতে বেড়িয়ে শিশির ভেজা ঘাস যেভাবে মাড়িয়ে দেয় মহাদেবের মত মানুষ, আমাকেও মাড়িয়ে দিয়ে একজন বললো 'সরি'।

গাড়িটা হঠাৎ থেমে গেলো
ট্রাফিক সার্জনের একটা হাত ড্রাইভারের সাথে করমর্দন করতেই গাড়িটি আবার চলা শুরু করলো। একজন যুবতী চিৎকার করে বললো আপনার কী মা বোন নেই ?
আমি তাকিয়ে দেখি একটা লোক তার পাশ থেকে সরে গেলো হন্তদন্ত হয়ে

এর মধ্যেই 
একজন হেই হেই করে উঠলো, 
নিয়ে গেছে নিয়ে গেছে সব,আমার জামার পকেট ফাঁকা,  হাউ মাউ কান্না; 

চাঁদের আলোয় কত কী ঘটে, দিনের আলোতেও  ঘটে, 

আসলেই কী দিনের আলো আছে? নাকি এখন আলোর মধ্যেই অন্ধকার?





৩।।  ∆ সম্পর্কের ধারাপাত ∆



সময় বড়ো অদ্ভুত 
মুছে দেয় পদচিহ্নমালা
খুব যত্নে রাখা  সম্পর্কও;
বেঁধে রাখা মন শুধুই দোল খায় 
ভুলে যায় চলার কথা, 
জানেনা কোন জল কীরকম।

বাঁধন খুলে দিতে হয়
যেভাবে খুলে দেয় ভোরের আলো
বন্ধ রাখা দরজা সব সব.
সময় মাপুক সম্পর্কের ধারাপাত.....




অলংকরণ - মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment