Saturday, 20 March 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৩


দেবার্ঘ সেন এর কবিতা-




১.
∆ ভাস্বর ∆



বেছে নিচ্ছি নিজের মত কিছু শব্দ
ধ্রুবতারাকে সাক্ষী রেখে।
অথচ কি মেঘ করে আছে চারিপাশ।

গাছের নীল পাতারা আকাশের দিকে চেয়ে
স্মিত হাসি হাসছে।

বেছে নিচ্ছি কান্নার প্রতিশব্দ মানুষের স্রোতে।
যেখানে শুধু জল খেয়েই কাটিয়ে দেওয়া যায়, এই ভাস্বর জীবন।




২.
∆ তর্জমায় ফিরি একা ∆



যাওয়ার পথে পড়েছিল হরেকরকম মুগ্ধতা,
অনন্য সব স্বাদ। স্রোত কম্পনে দোল খেতে খেতে
আত্মরতির নার্গিসফুল।
তুমি এলে, ঝর এলো
উন্মদা হল পারিপার্শ্ব
গহীন মেঘে ছেয়ে গেল শতাব্দী প্রাচীন তুলট আকাশ
যেন কোনও রূপকথার, টুকরো ঝরা হৃদয়পুর।


আহত কোলে কুড়িয়ে নিলে আমাকে
পথশিশুর প্রতি তোমার মমতাময়ী স্পর্শ
জাগিয়ে তুলল নিশিদিন উচ্ছ্বাস
সে ভাবল স্বর্গ পেয়েছে, পথশিশু তো! 
স্বপ্নের কাছে হেরে গেল, ক'দিনের পুলকসঞ্চার
সর্বনাশটা লুকিয়ে রাখতে হবে
এইটুকু শর্তেই পথশিশু চিনে নিল তার স্থান
ভাগাড়ের পূর্বাবস্থায়..




৩.
∆ সোপর্দ ∆



দুটো মানুষ আকাশের দিকে তাকিয়ে।
মন্থর বেগে মেঘেদের চলে যাওয়া..

পরিস্থিতির জলে অশূন্য অঙ্গীকারের
এক সাদাকালো প্রতিফলন।

বন্ধন, বন্ধনের কাঙ্ক্ষিত সম্পদ
অথবা অরণ্য

মানুষ দুটোর পুড়ে যাওয়া মুখ।
স্বতন্ত্রতা, যেন শুধুই নির্ঘুম এক প্রশ্নচিহ্ন..

তাঁদের আর দেখা যাবে না হয়ত কোনওদিন

ভেঙে যাওয়া ঘরের পাশে,
সোপর্দ প্রতিশ্রুতির স্বাক্ষরিত কাগজ..

তাতে চাপা দেওয়া
দুটো মানসিক অসুস্থ ইট।




৪.
∆ পরিক্রমা ∆



পাপবোধের তৃপ্তি বিন্দু থেকে
ঊর্ধ্বগামী একটা পিঁপড়ে যে
মহাজাগতিক হয়ে গেছে সে খবরটা কেউ রাখেনি।

ন্যাকামির একটা পর্দা সরালে যারা
আরেকটা ন্যাকামির ওড়না টানে
তারা আসলে লিঙ্গ নির্বিশেষে ল্যাংটো।

ওই পিঁপড়েটার পরিক্রমা এই কথাগুলোই
লিখে দিয়ে গেছে..




৫.
∆ ঘাট ∆



দেওয়ালের মালিক জানিয়ে দিয়েছেন দেওয়ালে
" এখানে প্রস্রাব করিবেন না অথবা নো নুইসেন্স "
তলায় একটা নর্দমা দুপাড় বাঁধানো..

একটা মুখমণ্ডল, দেওয়ালেরই মত রঙ

সেই মুখমণ্ডলের মালিক জানায়নি কিছুই
পরিচিত লোকজন প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে। 

তলায় একটা মুখ, দুপাড় বাঁধানো 
এক পাড় ওষ্ঠ আরেকটা পাড় অধর। 





ছবি- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০



2 comments:

  1. অসাধারণ সবগুলো ভাই💐❤️❤️💐

    ReplyDelete
  2. অসাধারণ সবগুলো ভাই💐❤️❤️💐

    ReplyDelete