Wednesday, 5 May 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৭


রঙ্গন রায় এর কবিতা-






∆ জানুয়ারি মাসের কবিতা ∆



প্রিয় কবির কবিতা পড়ছি
প্রথম দিক কার কবিতা 
তাঁর মেয়ের সাথে আমার 
এক অলৌকিক বন্ধুত্ব আছে 
কবিতায় ওর ছোটবেলা দেখা যাচ্ছে 
কবিতায় আমাদের অলৌকিক বন্ধুত্বের ছোটবেলা দেখা যাচ্ছে 



যেসব কবিতা গুলোয় তুমি আছো 
সেসব কবিতা তোমার বাবা পড়ে; 
বলে , এত সুন্দর কবিতা তুমি লেখো কী করে!

চাঁদের হাসি বাঁধ ভেঙে যায় 



করলা নদীর ধারে
সদর বালিকা বিদ্যালয় -
এই স্কুলে তুমি কোনোদিন পড়োনি 
তবুও সন্ধ্যার মৃদু অন্ধকারে এখানে এলে 
তোমাকে তীব্র রূপসী মনে হয় 



যোগমায়া কালিবাড়ির চাতালে চশমা খুলে রাখো 
উত্তল লেন্সে মন্দির বড় হয়ে ওঠে 
বড় হওয়া লক্ষ্য করে তাকাই তোমার দিকে 
শ্বেতপাথরের মেঝেয় গোলাপী আঁচল 
ঈশ্বর ধন্য হয়ে ওঠে 



এই কবিতা গুলোর ভেতর তোমাকে রেখে দিলাম 
পৃথিবী জুড়ে ভালোবাসা ছড়িয়ে পড়বে




অলংকরণ- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০



No comments:

Post a Comment