Saturday 16 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -২
শান্তিব্রত‌ বারিক এর কবিতা -

 ∆∆
আঙুল অববাহিকা 

১. 
দেহজ কান্নার সময়লিপি
তোমাকে জানাইনি ইচ্ছে করে
তুমি একাদশ শ্রেণীর ষোড়শী মেয়ে
খুব সহজে বিশ্বাস করবে কি 
জানালার হাড়ে মনখারাপের দুঃখজল ।
বিষাদ বাগান বুকের ভেতর
তোমায় নিয়ে ধামসা মাদল
তোমার সুরে ভাদুগান !

বিজ্ঞানের ক্লাসে নিরুচ্চার বুদবুদ
একটা বাদাম একবারই ভাঙে...

২.     
ফসল তোলার কয়েক বিকেল পর
ধাতুক্ষয় নিয়ে বসে থাকে একলা মাঠ
যেকটা দিন ছিলে কাঁটা উলের সংসারে
খুব দ্রুত পড়ে যাওয়া ডিম বীজ কেশর
জমিয়ে রেখেছি আলমারীর আতর গন্ধে।

নিছক বৃষ্টির আবিষ্কার প্রণালী
খোঁপায় গুঁজে সামনে দাঁড়াও
সময়ের গহ্বরে শ্যাওলা জমে
কাটাকুটি সাঁতারে শামুক হতে
চায় কামড়ের নেশাগুলো...

৩.       
বাইরে শুধু বৃষ্টি, ভেতরে জমে বিশ্বাস 
তোমার গান অনেক দিনের চেনা নলকূপ
মেঘ তুলে রাখো, খরচ হয় খোঁড়া নালিশ
পরজন্ম তোমাকে কৃপণ করেছে নৌকায় 

দূরত্ব সৃষ্টির কায়দায় জিভের শিল্প খোঁজো
হ্রদের কাছে নিভে গেল পোড়া সেফটিপিন

রাতের মতো স্বচ্ছ ঝঞ্ঝাটে তৃপ্তি পাও
দেখা হলেই শেষ হবে রমণ ধাক্কার শোক
গায়ের রং ভুলে গিয়ে প্রতি স্নানের আগে
থালায় ঝুঁকে পড়ে সাদা লিঙ্গের ঘুঙুর...

অলংকরণ - সুধাংশু বাগ 

No comments:

Post a Comment