অঞ্জন ঘোষ রায় এর কবিতা -
ধ্রুব
জুবুথুবু ধোঁয়া ওঠা ঝিল এর উপর
এক বিশাল পেল্লায় জাল বিছিয়ে রাখা আছে।
মাকড়সার নাকি মানুষের?
অন্ধকার স্বর্গ যেমনটা দেখতে হতে পারে,
ঠিক তেমন একটা
ফ্রেম তুলে ধরবার চেষ্টা করে চলেছি আমি।
সমস্ত কবিতার বয়স সেই আদিম যুগ থেকে ধরা হয়েছে এই ফ্রেমে,
যেখানে মৃত্যু আর বিচ্ছেদ সমানুপাতিক।
এর কোনো নতুন সংস্করণ নেই,নিরন্তর,
অন্তহীন গদ্যের মতন ধ্রুব।।
অলংকরণ - অঞ্জন দাস
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment