Sunday, 25 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৬


শিশির আজম এর কবিতা -


রক্তের ফোঁটা


রক্তের প্রতিটা ফোঁটাই গুরুত্বপূর্ণ
মানুষের রক্ত
শুয়োরের রক্ত
তেলাপোকার রক্ত
ভ্যান গঘের কাটা কানের রক্ত
চাঁদের রক্ত
অপ্রকাশিত বইয়ের রক্ত
রক্ত
রক্ত
ফ্যাকাশে মুখ কিশোরী বসে আছে
আয়নার সামনে
নতুন রক্তের আতঙ্কে


মোমবাতি কিছু বলতে চেয়েছিল


স্বীকার করছি মোমবাতিটা আমিই কিনে এনেছিলাম
বাজার থেকে
গত রাতে যখন আমরা কেউ ঘুমোইনি
এমন কি ডিনারটাও সারিনি
তখন
আমাদের মারাত্মক অমনোযোগিতার সুযোগে
পুড়লো
পুড়ে পুড়ে শেষ হয়ে গেল
ওর কথা আমরা শুনতেই পেলাম না


কফির টেবিল

আজ বেশ সকাল সকাল সূর্য আমার জানালায় উঁকি দিচ্ছে
আজ
আমাকে সে বসাবে কফির টেবিলে
আজ
নিজেকে আমি বারংবার বোঝাচ্ছি
কফি
আর কফির টেবিল
কোনটাই যেন তোকে খেয়ে না ফেলে

ছবি- বিপ্লব ভূঞ্যা
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


No comments:

Post a Comment