ভবানী বিশ্বাস এর কবিতা -
∆
তুমি
ডুবে যাচ্ছি, অতলে
এভাবেও ডুব দেওয়া যায়!
জানতাম না...
হাসছি, ভাবছি
হঠাৎ হঠাৎ বুঝতে পারি
হৃদয়ের স্পন্দন...
ভয় নেই, দুশ্চিন্তা নেই
আমি নীরব থাকব...
শুধু বুঝে নিও
তোমায় ভাবলেই এমন হয়…
∆
বিরহ
চলে যাবে? যাও...
আমি কিছুই জানতে চাইব না…
বুঝি...
অথচ কিছু বলি না
ক্ষতি চাইনি–
শুধু ঈশ্বরকে বলি,
আমার চোখের জলের হায় যেন
তোমায় স্পর্শ না করে…
∆
নদী হবো
তুমিই সেই,
যে, শুধু দিতে জানে...
আমি থাকব না
তবুও দিতে চাইলে...
মুখোমুখি বসার এই শেষ মুহূর্ত
সন্ধ্যা হলে অমাবস্যা নামবে
আর মুখ দেখব না
আবারও বললে- কী চাও!
বললাম- দুঃখ দাও, নদী হবো...
অলংকরণ - প্রসাদ মল্লিক
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment