অদৃকা ভট্টাচার্য্য এর কবিতা -
আঁধারের রঙিন সঞ্চয়: জীবনের বেহালা
*
আঁধারের গায়ে খুঁজি মুক্ত দেহ
হাত পা নাড়িয়ে মনে করিয়ে দেয় অস্তিত্বের আকাশ
*
শব্দদূষণের গতি বারছে, আমি ও বারছি
তলিয়ে যাচ্ছে মেয়েটির বিরহের আঁধার
ক্রমশ আঁধার কমে আসে, মেয়েটির ও আয়ু কমে
হাত পা ছড়িয়ে দিয়ে - কবর গুলো ধিরে ধিরে
গিলে নেয় মেয়েটিকে, গিলে নেয় বেঁচে থাকার বিরহের আঁধার, বেজে উঠে বেহালা
*
জোনাকি রঙে পরো জন্ম চাতক হব
জীবন কাটাবো রূপকথাতে বেহালা সুরে
ঘর বাঁধবো, সাজাবো, ভাঙ্গবো, উন্মাদের
উপাধি নিয়ে চিতায় উঠবো, অসীম শূন্যতায়।
ছবি- মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment