কবি আশিস মিশ্র এর কবিতা-
১।। ∆ আমি ও আমার প্রেমিকা-১৬ ∆
বারো কোটি বছর ধরে
একবারও মনে হয়নি
আমাদের শরীর আমিষ জলাশয় ;
সে তো শুদ্ধ চৈতন্যের কাঠামো
কতো তার জানালা- দরজা।
সেখান থেকে সে বিশুদ্ধ বাতাস
গ্রহণের পর মহিমান্বিত হয়ে ওঠে।
অথচ তাকেই কী অবহেলা করে এসেছি।
লোকালয়ে দাঁড়ালে এখন খুব বিষণ্ণতা
গ্রাস করে; লুকোতো ইচ্ছে করে
পাঁচটি নদীর কাছে।
এক ঘর থেকে আর এক ঘরে উঠে গেলে
যেমন আনন্দ আসে মনে,
তেমনি আত্রেয়ী অথবা সাগরিকার বাড়ি গিয়ে
লুকিয়ে থেকেছি আমরা
আরও এক কোটি বছর।
সেই যে সুলতান আমল চলে গেল
চলে গেল মোঘল, মারাঠা আমল
চলে গেল গুপ্ত, মৌর্য যুগ--
উপনিবেশবাদীদের মাথা হয়েছে নত
আমাদের শরীরের কাছে।
তারপর থেকে এই মহাভারতীয় ভূমির ওপর
কতো শব্দ এসেছে, কতো শব্দ হারিয়ে গেছে।
আমি ও আমার প্রেমিকা
বদলে যেতে যেতে যেখানে এসে থামলাম,
সেখান থেকে শুরু করেছি
এ শরীরকে নতুন করে খোঁজা।
২।। ∆ আমি ও আমার প্রেমিকা -২০ ∆
সরলতা ও তরুলতার মধ্যে অমিল
খুঁজতে গিয়ে দু'দিকেই আটকে গেছে চোখ।
সেই দুটি চরণের শেষে মিল দিতে গিয়ে
সব ভাব চলমান নৌকোর
পেছনের দৃশ্যের মতো গুলিয়ে গেল ।
আমাদের মধ্যে তিন লক্ষ মাইল
বেঁচে থাকা পর্যন্ত কখনো অমিল,
কখনো মিল --মিলেমিশে হয়ে গেছে
অনাবিল আনন্দ-তরণী।
আজও কতো কিছু হয় পৃথিবীতে।
তবুও হয়েছে কি কোথাও
প্রেমিকা- প্রেমিক সরণি?
৩।। ∆ বিপক্ষে দাঁড়ালে ∆
বিপক্ষে দাঁড়ালে আসন হারিয়ে যাওয়ার ভয়
তাড়া করে থাকে; চেয়ার কি অন্ধ? ভেবেছো কখনো?
অন্ধকারে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করো লয়
হয়ে গেছে তার --প্রত্যাশার ডানা তবে কি এখনো
উড়িয়েছো একা? তাইতো হয়েছে । অহেতুক মাথা
নতো করে আছো, বেশ তো রয়েছে প্রতিবাদী ছাতা।
৪।। ∆ মুখ ∆
সেই যে কুহুর কাছে যেতে চেয়েছিলে ;
এগাছ ওগাছ উড়ে উড়ে যে গানের
কন্ঠ গেলো ভেঙে, তার শুশ্রূষার ছলে
তাকে ধরতে পেরেছো কি? হিম প্রাণের
চোখ বুজে গেছে ; সে আর আগের মতো
উড়ে বেড়াবে না ; পুরনো পৃথিবীর বুকে
বেজে যাবে সব ক্রন্দন ধ্বনি--প্রবঞ্চিত
পাখিটিও কোনো কিছু তুলবে না মুখে।
৫।। ∆ নতুন বাড়ি ∆
পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি এলাম
নতুনের চরিত্র বোঝা একটু কঠিন মনে হচ্ছে।
যেন সে একটি নতুন কবিতার মতো
আমরা তার পরম প্রিয় পাঠক ;
তাকে রোজ একটু একটু পড়ছি --
দেখছি,সে আপনা থেকেই বদলে যাচ্ছে...।
অলংকরণ - শুভদীপ প্রধান
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment