কবি মাসুদুল হক এর কবিতা-
১।। ∆ সমুদ্র থেকে ফিরে ∆
সমুদ্রের কাছে দাঁড়িয়ে এক বুক গোধূলি সন্ধ্যা নিয়ে
যে রাতের ভেতর আমরা হারিয়ে গেছি...
আমি আজও সে রাতের দিকে তাকিয়ে আছি
বাতাসে কোনো প্রেমের গান বেঁজে উঠলে
বুকের পাতায় করুণ সুরে জেগে ওঠে বোবা কান্না আমি অপেক্ষায় থাকি বেহালা হাতে
হারিয়ে যাওয়া বিগত আমরা
ধীরে ধীরে চরিত্র হয়ে উঠছে এম্পিথিয়েটারে
মন চায় আরো বেশি সমুদ্রে যেতে
পুরনো কথার স্তম্ভগুলোতে
শব্দরা সুগন্ধি স্মৃতি রেখে গেছে; আমি তা স্পর্শ করি
সমুদ্র থেকে ফিরে আমি প্রতিদিন দীর্ঘশ্বাসের কাছে
তোমার স্বপ্ন নিয়ে আকাশ হয়ে উঠি
আমার আকাশ এখন শূন্য!
২।। ∆ ছায়া ∆
সূর্য-ভেজা দিনে পেছনে পেছনে ছায়া
ঘুরে বেড়ায় বলে আজও বিরক্ত আমি
বিড়ালের মতো বিস্ময়ের চোখে বহুবার
লাফিয়ে পড়েছি আমার ছায়ার উপর
চাঁদের সঙ্গে হেঁটে খুঁজেছি আপন ছায়াকে
চন্দ্রভুক রাতে লুকিয়ে পড়েছি কতোবার;
অভিমানে নিভিয়ে দিয়েছি আমার সূর্যকে
তবু ছায়া এক নির্ভার সঙ্গী মিশে আছে অস্তিত্বে
নিভৃতে অবসরে এসে দাঁড়ায় আমার পাশে
আমি কি তবে বন্দি হয়ে গেছি ছায়ার পরিসরে!
৩।। ∆ ঝিনুক ও মুদ্রা ∆
হাটের দৃশ্য পটে সাজিয়ে বসেছে সার্কাস
ঝলমলে রাত।পকেটে রাখা মুদ্রা
নিয়ে যাচ্ছে ঝিনুক ক্ষেতে
চিমনিতে জেগে ওঠা মেঘের ছায়া
আজ আমার মাথায় বর্ষাপালক
সমুদ্রশঙ্খে বেজে ওঠে কামিনী
আজ এই মদির নগ্নরাতে
আমি হবোই মুদ্রাস্বামী
সোনার মোহর আমার
কিছুতেই ক্ষয় হয় না
শুধু হচ্ছে বেহাত মুক্তা চাষে
৪।। ∆ জিরাফ ও কালো মানুষ ∆
আকাশ থেকে গ্রীবা নামিয়ে কয়েকটা জিরাফ ক্যামেরার মতো মুখ ঘুরিয়ে মাঝে মাঝে ঝোপঝাড়ের দৃশ্য তোলে
আমি কালো মানুষ-- ঝোপের ভেতর থেকে
মেঘের দিকে তাকিয়ে থাকি
জিরাফগুলো সর্দি লাগার ভয়ে
গ্রীবা তুলে জিভ দিয়ে
মেঘগুলো সরিয়ে দেয়
একদিন জিরাফের গ্রীবায় উঠে দেখি
তৃণভূমিতে রয়ে গেছে আমাদের পায়ের ছাপ
জিরাফ-ক্যামেরার ল্যান্স দিয়ে
একবার ঝোপঝাড় ঘুরে এসে বুঝে যাই
আমরা কিন্তু মানুষ নই!একঝাক কালো পিঁপড়ে
বল্লম নিয়ে শুধু ছুটে বেড়াই আফ্রিকা মহাদেশ
৫।। ∆ ভ্রুণ ∆
মন দিয়ে দেখো
তোমার ব্যবহৃত আয়নার নিচে
পূর্বপুরুষের সহজাত একটি দরজা
লুকিয়ে রয়েছে
ওটা খোলো ...
আমাকে ঢুকতে দাও
একটা আদিম ও স্বর্গীয় বীজ
আয়নার গভীরে গুহায় পড়ে আছে;
যে এসেছিল আকাশ ও সমুদ্রের স্বপ্ন ছুঁয়ে
অলংকরণ - মেহবুব গায়েন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
No comments:
Post a Comment