Friday, 17 July 2020

কবিতা

শাপলা পর্ব -৪

কবি বিন্দুভূষণ দে এর কবিতা -





১।।    ম্যাজিক
         •••••••••

এক অদ্ভুত রোমাঞ্চকর দৃশ্যের 
ভিতর ভিতরে 
আমরা হেঁটে চলেছি অবিরাম 

হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দিকে দিকে
স্বপ্নের শহর ইতালি, মহাশক্তিধর আমেরিকা, 
মাও সেতুং এর চীন, কবির শহর প্যরিস, নিরোর শহর রোম
স্বজন  হারানো বেদনায় ক্রম মুহ্যমান

এখন আমাদের এখানে বসন্ত কাল 
প্রেমের আদর্শ সময়, 

আমি জানতে চাইছি
সরকার 
মৃত মানুষেরা কোন জাদুবলে পুনরায় জীবিত হয়েছে?




২।।   বলো মেঘ
        •••••••••••


এসো মেঘ
বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে চলে এসো
একদিন  
ঘুরে যাও
ভালো লাগবে
লতায় ঘেরানো শ্রমিকের ছোট ছোট  সুনিবিড় বাড়ি 

কেউ তো শুনলই না 
শ্রমিকের শ্রমের গভীরতা

অন্তত তুমি তো স্বীকার করবে
সভ্যতার কথা, 
শ্রমের বিবরণ 
এই ভেবে আনন্দে মালা হাতে দুয়ারেতে
সেই কবে থেকেই দাঁড়িয়ে রয়েছি ঠায়

বলো মেঘ
এবার কী আমি রাষ্ট্রকে বন্দুক দেখাতে পারি




৩।।    উত্তরাধিকার 
          •••••••••••••


অনেক আগেই আমি বুঝেছিলাম
শিশুর জন্মের সময় 
আর
শরীরের আশ্চর্য আলো নিভে যাওয়ার পর
তীব্র একা 
একাকী প্রবেশ আর শিশুসুলভ আকাশ হাঁটা যায় 

এতদিন যা কিছু আমার বলে 
দাবি করিয়াছি 
বাধাহীন দ্বন্দ্ব হীন শ্রমহীন তাহার মালিক 
এক সুঠাম যুবক 
পুত্র বলে ডেকেছি অতীব স্নেহের বশে

অথচ কী অদ্ভুত তথাগত
আজ এই প্রান্তরে 
মাছি ব্যতীত
আমাদের মৃতদেহের আর কোনো দাবিদার নাই!



৪।।    মা
         •••


এই ঘুম 
রাতের আঁচলে থাকা 
তোমাদের শান্তির ছোট বড় ঘুম 

জানি
একদিন সে নিয়ে যাবে আমাকেও

এইটুকু ভেবে আমি আনন্দে মেতেছি
আমার জন্মের সেই ঘুম 
দ্বন্দ্ব হীন ঈর্ষা হীন শত্রু হীন 
বড় মনোহর বড় অপরুপ বড় লোভনীয়
উৎসবের মেজাজ, আমি মহারাজ
ধরে আছি মায়ের আঙ্গুল



৫।।   সংসার
        ••••••••

এক রাতে উঠে দেখি 
সমুদ্র 
ভালোবাসা দেবে বলে 
নারী হয়ে 
সম্মুখে দাঁড়িয়ে রয়েছে

আমি ভাসি
সে ভাসে
আমি ডুবি
সে ডোবায়
আমি হাসি
সে হাসে
আমি কাঁদি 
সে কাঁদায়

কী দারুণ সংসার হয়ে যায়




অলংকরণ - অমৃতা নায়ক

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

No comments:

Post a Comment