Friday 17 July 2020

কবিতা

শাপলা পর্ব - ৩

কবি তনুশ্রী কার্তিক এর কবিতা -




১।।  পলাশ


পলাশ লিখছ তুমি
পলাশ লক্ষ্য করে একদিন হেঁটে গিয়েছিলে
                                            নির্ণয়ের দিকে

যা-কিছু অনির্ণয় তা পলাশ
তুমি পলাশ হয়ে পলাশের বুকে ঝরে গিয়েছিলে
মৃত্যুর মতো নয়, জীবনের মতো স্বাভাবিক
                                               ঝরে গিয়েছিলে। 




২।।    ময়ূর



তোমাদের ময়ূর
তোমাদেরই থাক
আমায় কিছু পালক দিয়ো
যে-পালক অগ্নিসম্ভবা, 
যে-পালকে চূর্ণ স্রোতের ঢেউ, 
যে-পালকে জেগে থাকে ক্ষুধা, ওষ্ঠের অমিয়
ময়ূর চাই না আমি, দিয়ো ময়ূরের ছায়া
কতটা ধ্বংস হলে জেগে ওঠে মায়া
ময়ূর শেখাবে। 




৩।।    নক্ষত্রকথা


এত যে কথা চারপাশে
শুধু একটি নক্ষত্র ছুঁয়েছি  বলে! 




৪।।    অপেক্ষা



নিজেকে বন্দি রাখলেও
স্মৃতি থেকে পালানো যাবে না
উষ্ণতা নিয়ে সে আসবেই
গলা জড়িয়ে বলবে তুমি তার, বাতাস যেমন
শিম ফুলের তুলসীতলার হরিণবনের।
বোকা-হাবা চোখে যখন তাকিয়েছি  সুদূর আকাশে
আমার হাতদুটি তার হাতে নিয়ে বলেছে সে, 
কবির একদিন সব ঠিক হয়ে যায়
                               শুধু দেরি হয়। 





৫।।  বুকে রাখো হাত


হাত রাখো বুকের ওপরে
দুঃখের বুকে রাখো হাত---  জলপাই-পল্লবে
               ছবিটি আঁকা হয়ে যাক। 
শুষে নিক ছায়া, শুষে নিক সমগ্র নীল--- 
ওই ছবিটির কাছে
মগ্ন দুটি হাত
                আগুন ভিক্ষা চায়



অলংকরণ - মেহবুব গায়েন

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

Post a Comment