Monday 27 July 2020

কবিতা

শাপলা পর্ব -১০

কবি শুভদীপ সেনশর্মা’র কবিতা-



১।।   ✪ শুরু ও শেষ ✪



চোখ আর চশমা
একটা দেখে, অন্যটা দেখায়

সময় এলেই আলো নিভে যায়
একটা পর্দা নামায়, অন্যটা ভেঙে যায়





২।।   ✪ মুছে যাওয়া ✪



পরিশ্রম করে ঘরে ফিরছেন বাবা
ফুলে ওঠা পা দিয়ে নামছে বিরল ঘাম
সেখানে দারিদ্রের গল্প লেখা

মা উঠোনে এসে
বাবার পা ধুয়ে দিলেন

সব গল্প মুছে গেল






৩।।    ✪ শ্মশানবন্ধু ✪



জ্বলন্ত কাঠের চুল্লির সামনে
মৃতদেহ পুড়ে যাওয়ার গন্ধ শোঁকে ডোম
তারা জানে শ্মশানঘাটের অন্ধকার কেমন হয়
তারা জানে আগুনে ঘি ঢালার সঠিক পদ্ধতি






৪।।   ✪ দেশ-ও-প্রেমী ✪




দেশ জানে না কতটা বিদ্বেষ করলে
                   একটা নতুন কবিতার জন্ম হয়

আমি জানি কিন্তু মানি না
                   একটুকরো হিংসার ভিতর

ভালোবাসা লুকিয়ে আছে





৫।।  ✪ রজত সেন - ১০ ✪




কবিতা লেখার খাতা জুড়ে তোমায় আড়াল করি

হে স্বপ্ন
নির্জনে, একাকীত্বে আকাশে উড়ে যাই

হে ক্লান্তি
আজ তোমাদের ডুবতে দেবো না

এসো কবিতার প্রতিটা লাইনে তোমাদের
আড়াল করে রাখি
কবিতা লেখার পর খাতা ভর্তি গুঞ্জন কুড়িয়ে রাখি




অলংকরণ - মেহবুব গায়েন

********************************************

4 comments:

  1. ছোট্ট ছোট্ট লেখাগুলোর মধ্যে কবির কাব্যদক্ষতার প্রমাণ রয়েছে ।

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. রজত সেন - ১০ এবং 'মুছে যাওয়া' অপূর্ব। প্রথমটি ছাড়া বাকিগুলো বেশ ভালো।

    ReplyDelete