কবি রাজীব মৌলিক এর কবিতা -
১। প্রেমিক
একটি গাছের পাশে দাঁড়ালে
যদি ছায়া না পড়ে
তবে সহজেই বুঝে যাই
সে আর বৃক্ষ নয়
পুরোপুরি প্রেমিক হয়ে উঠেছে
প্রকৃত প্রেমিকের কোনো ছায়া থাকে না
সে যেখান দিয়ে হেঁটে যায়
সেখানেই কেবল পড়ে থাকে দেহ
২। আলাপ
একটি দীর্ঘ আলাপের পরই
একটি দীর্ঘ কবিতা লেখা যায়
এমনটা নয়
আলাপ নাম মাত্র হলেও
কিংবা একদম না হলেও
দীর্ঘ কবিতা লেখা যায়
সেক্ষেত্রে শুধু বিস্ময় চিহ্নের প্রয়োজন হয়
এ জীবন তো বিস্ময় চিহ্নের সমারোহ
দাড়ি কমা কেবল ঠিক করে দেয়
কোথায় হালকা থামতে হবে
কোথায় পুরোপুরি!
৩। কথোপকথন
একটি লাশের সঙ্গে প্রায়শই কথা হয়
পৃথিবী তার সঙ্গে কোনো সাক্ষ্যতা রাখেনি
না আছে ডাকনাম
না পরিচিত
না ভালো বন্ধু...
কথার ছলে বলি; সৎকার করে নাও
আর কতদিন এভাবে আমার সঙ্গে কথা বলবে
আমার বুঝি সংসার নেই!
সে হাসে, হাসির ভেতর জ্যান্ত মানুষের গন্ধ
আচমকা আমি কেঁপে উঠি
ঘুম ভেঙে যায় চিরতরে
৪। মুখ
যে মুখে তুমি কথা বলে হেসে ওঠো
ও মুখ আদতে আঁশটে গন্ধের পাতাবাহার
দহন শেষে ছাঁই যেমন বিজ্ঞাপন দেয়
ওই মুখও উনুনের কালোয় ভরে যায়
পোষা বেড়ালের মতো জাত ভুলে
মালিক কেন্দ্রিক হয়ে
সকলে বোঝাতে চায়
হাসি একটি উপহার
আর উপহার,
কন্যাদানের মতো শর্তহীন
৫। ভাষা
যার বাবা নেই
তাকে কখনো জিজ্ঞেস কোরোনা
তোমার বাবা জীবিত না মৃত?
সে হয়তো দ্বিধায় পড়ে যাবে
বারবার ঠোঁট আওড়াবে
তবু উত্তর দেবেনা
একসময় তুমি নিজ থেকে বুঝে যাবে
তার নীরবতার ভাষা
অলংকরণ - মেহবুব গায়েন
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
No comments:
Post a Comment