Friday 17 July 2020

কবিতা

শাপলা পর্ব-৫

কবি সেলিম মণ্ডল এর কবিতা-






১।।    ধান্দাবাজ
          °°°°°°°°°


অল্পপরিচিত তিনজনের সঙ্গে একদিন চায়ের দোকানে দেখা হল।
প্রথমজন জিজ্ঞাসা করল— তুমি কি হিন্দু?
আমি বললাম— হ্যাঁ।
দ্বিতীয়জন জিজ্ঞাসা করল—তুমি মুসলমান না?
আমি বললাম— হ্যাঁ।
তৃতীয়জন বলল— তুমি ধান্দাবাজ।
তারপর তিনজন একসঙ্গে উচ্চস্বরে বলল— ধান্দাবাজ, ধান্দাবাজ...
আমি নিজেকে ধন্যবাদ দিয়ে চারকাপ চায়ের বিল মিটিয়ে দিলাম




২।।     তুমি জানো না
           °°°°°°°°°°°°°


আমি কি বলেছি—  শরীরে পলাশ ফোটাও?
আমি কি বলেছি—  মরুভূমির মতো চিকচিক করো?
আমি কি বলেছি— ঢেউয়ের মতো আছড়ে পড়ো?

আমি কি বলিনি— ধারালো দাঁতের একটা কুকুর দাও?
আমি কি বলিনি— ঘুমের ঘোরে তোমার বাঘ লেলিয়ে দাও?
আমি কি বলিনি— ঘরের ভিতর ছেড়ে দাও পোষা গোখরো?

আসলে সবই বলেছি
অথবা  কিছুই বলিনি

তবে কতবার যে কানের কাছে ঠোঁট ঘষে মরে গেছি!
তুমি জানো না...




৩।।     শাড়ি
          °°°°°


মনখারাপ ফেলে আসিনি
তোমার কাছে রেখে এসেছি কাঁটাতার

ভাগের ফসল মাঠে। পাখিদের করুণা তোমার ওই দুই ঠোঁট
কবেকার কোন জলজোনাকি
আলো ছড়িয়ে ডাঙায় রেখেছে প্রেম?

উড়ে উড়ে যায় দেশ... তোমার শাড়ি 
সারি সারি বক হয়ে মেঘের ভিতর ঢুকে যায়

আধখোলা 
             এলোমেলা
                           আধভেজা




৪।।     তিন অধ্যায় ২
          °°°°°°°°°°°°°°     
  

সংসারী মানুষ। নুনেভাতে আছে ভালোই
একবার বলেছিল: ভালো আছি, তুমিও ভালো থেকো।
এরপর বর্ষা এল। নতুন পাতায় সেজে উঠল ঘর।
মা হবে। শিশুর মুখে তুলে দেবে স্তন। ভোরের পাখিটি
গাছে গাছে সাজিয়ে দিচ্ছে চলে যাওয়া সেইসব দিনের আয়োজন!
ঘর হল অথচ পর হল না। মনে কি পড়ে আজও?
সুখীগৃহকোণের ছবি ফুটে ওঠে
ছবিতে-দোতারায়। তার অপরাধ স্বীকার করে। কিন্তু
শিকারে ছিল না কোনো মাছ! সব কাঁটা বেছে নিলে
আগ্রহ কমে। যা ফুটে যায়, সেই-ই ধারালো
ব্যথাই আসলে কলঙ্কময়…
কী চায় বুঝি না! শিরাতে লেগে থাকে নুন।
দাউ দাউ আগুন জ্বলে। ভাত হবে না। চাপিয়েই বসি থাকি।
ফুলে ওঠে শিরা। মলম সেই-ই দেয়। তবুও সে একা। অপেক্ষা তারও
আছে। শীতের কোনো রাতে আমরা মরে যাই। আবার একসঙ্গে বেঁচে উঠি
শীতেরই রাতে।



৫।।     পুজো
          °°°°°°


কার দুঃখ নেব? বাবা না মা?
দু-জনের দুঃখ মাথা চাপিয়ে দেখলাম খুব একটা ভারী নয়
আমার ছোট্ট মাথা
ঘন কালো চুল
দুঃখগুলো বরফের মতো মাথার ওপর 
মনে হচ্ছে, যেন শরতের শিউলি ফুটেছে
বাতাসে ভাসছে পুজোর গন্ধ 

আহা, মাটির প্রতিমা
এই বরফ নিয়ে কীভাবে পুজো দেব তোমায়?





অলংকরণ - শুভদীপ প্রধান

-------------------------------------------------------------------

No comments:

Post a Comment