Thursday 11 March 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-২

কবি রুমা পণ্ডিত এর কবিতা




১.
∆ কথা রাখেনি রোদ ∆
 

সকাল হলো
রোদের অভ্যাসে
জানলায় সজোরে ধাক্কা দিতেই
পর্দা কাঁপিয়ে
হুড়মুড় করে ঢুকে গেলো পুরনো বিষাদ
আরো পুরনো কুয়াশাকে সঙ্গে নিয়ে।
হেরে যাচ্ছে আমার সঞ্চিত উত্তাপ
হারিয়ে যাচ্ছে দৃশ্যমানতা।
ধোঁয়াশা জর্জরিত আমার রোদ অপেক্ষা
অস্পষ্ট হয়ে তলিয়ে গেলো
শীত পাতালে।

রোদ কথা রাখেনি
সে আজ উঁচু কোনো মিনারে
অন্য কারো স্বপ্নকে জড়িয়ে ধরে
তাকে উষ্ণতার মানে শেখাচ্ছে।      




২.
∆ অলৌকিক ইতিহাস ∆



সূর্যের ফেলে যাওয়া
কিছু অবাধ্য রঙ নিয়ম মেনেই
নেশা গুলছে নোনা জলে,
আর কিছুক্ষণ
তারপর ওরা অলীক হয়ে
তলিয়ে যাবে ঝিনুকের বুকে।
সাগর নীলে একাত্ম হবে মহাকাল,
ঢেইএ ঢেউএ নক্ষত্ররা এসে
ছুঁয়ে দেবে রাত বোঝাই নৌকার শরীর।
দিগন্তের আবছা সবুজের গা ঘেঁষে
দাঁড়াবে আগুনরঙা স্বপ্ন
ছড়িয়ে পড়বে তার সোনালী উত্তাপ।

সময়কে বুকে জড়িয়ে
ওখানেই ঘুমিয়ে রয়েছে
অলৌকিক ইতিহাস।



৩.
∆ খাদ ∆



অন্ধকার অন্তরঙ্গতায়
দ্বিধাহীন আমার পরিচয়।
দু হাত ছড়িয়ে অহঙ্কার মাপি।
মন খুলে উড়িয়ে দিই সারাদিনের গুঞ্জন,
গর্বিত চুড়ার দিকে তাকাই পরিপূর্ণ ভাবে।
আত্মবিশ্বাসী নিশ্বাসে ঝরে পড়ে পাইন ফুল।
গভীর  রাতে
উন্মুক্ত  কণ্ঠে  তারাদের শোনাই
আমার রূপ বৈচিত্র্য।

চাঁদের সাথে গোপন বিবাদ,
রোদও শরীরের এক প্রান্তে
ছায়া ফেলে ব্যঙ্গ করে।

আলোয় অন্ধ সেজে
কালকের রূপকথায় রদবদল করি।
প্রতিদিন নতুন নতুন গল্প লিখি
নিজেকে নিয়ে,
তারপর
রাতের অপেক্ষা...



৪.
∆ সিঁড়ি ∆


এখনও উলঙ্গ শরীর। 
কংক্রিটের কর্কশতা 
এখনও  ঢাকা পড়েনি
শ্বেত পাথরের মসৃণ অহংকারে,
এখনও হরিণী চলন
 আনমনা হতে পারে  নির্ভয়ে
প্রয়োজন হয় না আলাদা সতর্কতার।
 ধুসর  সিঁড়ির ধাপ 
এখনও মুখস্থ করতে শেখেনি
উত্তরণের গল্প।

এই সুযোগে নেমে যাই গভীরে 
আরো আরো গভীরে,
অন্ধকারের অন্তরঙ্গতায়
পাতাল যেখানে ধ্যানমগ্ন।  




৫.
∆ জীবন উপলব্ধি ∆


 প্রতিটি কক্ষপথে চুম্বক
মাঝে উৎস, "জীবন"।
মায়া তরঙ্গের অবিরাম স্রোতে
ভেসে বেড়ায় অসংখ্য খুঁটিনাটি।
বাছাই পর্বে বাতিলরা থেমে যায় 
স্মৃতির ভীড়ে।
বাকিরা ছান্দিক পায়ে শৃঙ্খলাবদ্ধ।

গীতবিতান থেকে ব্যাংকের পাশবই
অকেজো শৌখিন কলম থেকে
হারিয়ে যাওয়া চাবির বিষন্ন তালা,
জং ধরা সময়ের সাক্ষী হয়ে
থেমে থাকা ঘড়ি,
নতুন বাড়ির দলিল থেকে ঘুমন্ত ডায়েরি
মূল্যবান বৈদ্যুতিক থেকে
কোণা ভাঙা ফ্রেমবন্দী হলদেটে আপনজন
হাজারো ভীড়।

এরপরও আছে
জীবনের টানে পরাজিত
অসংখ্য লৌহধর্মী স্বপ্ন।  



    


ছবি - বিপ্লব ভূঞ্যা

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

3 comments:

  1. ভালো লাগলো কবি

    ReplyDelete
  2. স্বপ্ন রঙিন চলন, জাদুকলমের ছোঁওয়া আর এক জীবন জোড়া মৃদু সুর ছুঁয়ে যায় পাঠককে। অসাধারণ।

    ReplyDelete
  3. অনন্য পরী। পাঁচ কবিতাই অনন্য।

    ReplyDelete