শতদল মিত্র’র কবিতা-
১.
∆ আষাঢ় ১৪২৯ ∆
আষাঢ়ে আশ্বিন যদি ভাসে
সাদা মেঘগুলো ঘুরে ঘুরে কাঁদে যদি
ছাদের আলসেয় প্রাণ ফাটিয়ে
হেসেছে যে বটচারা এতদিন
আজ ম্রিয়মান হলে আর
মৃত্তিকা যদি পাথর পারা
সে প্রত্ন প্রস্তরে
দেখো পাঁজর জ্বালিয়ে হোমাগ্নি জ্বেলেছি তবে।
আমিই ঋত্বিক, হোতাও আমি
মন্ত্রে উচ্চারণ আঁকি—
ওম! স্বাহা!
হে অগ্নি! আমাকে খাও!
জলহীন জলাশয় যদি খায় সকল পঙ্কজ আজ
আষাঢ় বোধনে তবে
উপড়ে আনি নিজের আত্মা!
এসো হে সজল মেঘ—
আহুতি শেষে বৃষ্টির জলে
পবিত্র যজ্ঞাগ্নি পুণ্যে যেন জাগে !
সে পুণ্যাহে, এই দেখো ছাই ভেদ করে
জন্ম নিই নতুন উদ্ভিদ আমি
জীবনের সংরাগে!
২.
∆ খোঁজ ∆
ধুলো উড়িয়ে হাঁটছি একা
হাঁটছি হারিয়ে যাব বলে
হাঁটতে হাঁটতে একদিন বুঝলাম
আমি খুন হয়ে গেছি
তবুও হাঁটছি...
ওরা আমাকে খুঁজল
পথে
নদীর নিরালা ঘাটে
গাছের ছায়ায়
গোধূলির খুনখারাপি মায়ায়
রক্তের আঁশটে গন্ধে
নিহিত লবণে তার
জনহীন শ্মশানে, কবরে
এমন কি আমার একলা কবিতায়—
কোথ্থাও খুঁজে না পেয়ে
হাল ছেড়ে দিল ওরা...
সেই থেকে খুন হয়ে যাওয়া আমি
হাঁটছি একা, ধুলো উড়িয়ে, ধুলো উড়িয়ে
আর খুঁজছি সে খুনিকে—
হয়তো নিজেকেই!
বহু দূরে কাজলরঙা মাঠে তখন
জেগে উঠেছিল হরপ্পা, সান্নাটা ভেঙে!
৩.
∆ প্রেম ∆
ভালো আছি ভালোবাসাহীন !
বেদনাও নেই
আনন্দও নেই কোনো |
শুধছি শুধু জন্মের ঋণ !
ভালোবাসি--
এ কথাটি দু ঠোঁটে আর
আঁকবো না কক্ষনো !
ছবি- অর্ণব জানা
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
তুষারকান্তি রায় এর লেখা-
১.
∆ জলদূত ∆
আকাশে মেঘদূত বাতাসে রিমঝিম
নাগাড়ে ঝরঝর বর্ষাপূর্তি
ঝরছে প্রিয়গান কবিতা থইথই
খিড়কি খোলাপাতা ভরসা ফুর্তি
উড়ছে দিনরাত চলছে কথকতা
মেঘের মল্লার গাছের জলসায়
মুছেও মোছে না যে শ্রাবণে পোড়া চোখ
শব্দ উড়ে বসে শব্দহীনতায়
পায়ের পাতা জলে দাঁড়িয়ে বুড়ো বট
একলা চেনা পাখি বিষাদে নির্জন
স্মৃতির তারে ভেজে পাগল কাটাঘুড়ি
মরমি স্বরলিপি পুরনো গুঞ্জন
২.
∆ জলছবি ∆
একটু একটু করে এগিয়ে আসছে বৃষ্টির দিন
হাত বাড়িয়ে ছড়িয়ে দিচ্ছে
গল্পের গুজব ; আর
মেঘে মেঘে ছেয়ে যাওয়া অবাধ্য জলধারা
নির্লিপ্ত ভঙ্গিতে ছুটে চলেছে
হিতে - বিপরীতে
ভেঙে যাচ্ছে পার না ভাঙার প্রতিশ্রুতি
মন্হর গতিতে যমুনা পেরিয়ে গেল বৃষ্টির নামতা
৩.
∆ মনবাদল ∆
ঝাঁকড়া চুলের কমবয়সী মেঘ
মাঠ পেরিয়ে আলতো ডানা মেলে
মাথার উপর আকাশ হয়ে গেলি
নকশা তুলে বাড়ালি উদ্বেগ
সন্ধ্যা হঠাৎ টুপটিপটাপ জল
চমক দমক গায়েতে বিদ্যুত
কাছে দূরের গন্ধ ভেজা হাওয়া
মেঘ চরানো জলযাপনের ছল
আচমকা তুই উথালপাতাল নীল
থইথই সুর খেলার বারান্দায়
ঝামুর ঝুমুর নামিয়ে বিরামহীন
দিনরাতদিন লিখিস জলমিছিল
আসলে তুই ঘুমের ভিতর ঘুম
পাখির খেলা খেলতে শেখা মন
তোকে ছোঁয়ার ইচ্ছে নিয়ে বুকে
জানলা খুলে দাঁড়ালো নি:ঝুম
ছবি- মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ঈশিতা পাল এর কবিতা-
ভালো কবিতা পড়লাম। প্রিয় কবিগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।
ReplyDeleteখুব খুব ভালো লাগলো। কবিদের আন্তরিক প্রীতি জানাই। শুভেচ্ছা জানাই।
ReplyDeleteশতদল মিত্রের সুন্দর তিনটি কবিতা পড়লাম। কবির নিজস্ব এক স্বতন্ত্র শৈলী আছে, যা বরাবরই আকর্ষণ করে পাঠক হিসাবে আমাকে।
ReplyDeleteবাকি দুই কবির কবিতাগুলোও চমৎকার। তুষারকান্তির ছন্দবদ্ধ সাবলীল কবিতা খুবই সুখপাঠ্য। ভাল লাগায়। ঈশিতার হাইকু সুন্দর।
ReplyDelete