Thursday 21 March 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী -শেষ পর্ব‌

প্রসেনজিত রায় এর কবিতা -


আগামীকাল 

আগামীকাল তোমাকে সব কথা বলে দেব--- 
কেন মাথা নীচু করে হাঁটি, ঢিলেঢালা পোশাক পরি,
কথা কম বলি, 
কেন বিশ্বস্ত অসুখের মতো জীবনকে ভালোবাসি?

এসব কথা অপেক্ষার মতো দীর্ঘ একা পথ,
রাতের মতো একা, দিনের মতো একা!

এ পথে এখন আমি ছাড়া, আর কেউ আসে না,
এখানে পড়ন্ত বিকেলে তোমার আমার মাঝে ছাই ওড়ে রোজ... 

তবুও অপেক্ষা। আগামীকাল তোমার জন্মদিন।


জানি, তুমি আসবে না।


∆       
শীতকালীন ৪

যাকে শেষবার ছুঁবো বলে শবগাড়ির পিছন পিছন ছুটে গেছি,
শশ্মানে এসে দেখি, সে আমার কেউ না!
এখানে মানুষ মহাকাল। বন্ধু ও শত্রু ভুলে যায়। 

আমি দূর থেকে প্রণাম করে ফিরে আসি।

এই শরীরটাকে একদিন গাছ হতে দেখেছি 
কত পাখি এসে বসে, ঘর বাঁধে
পাতা জুড়ে আলোছায়া, রান্নাবাটি খেলা

অথচ এই শীতকাল, এখন শুধু পাতা ঝরার সময়....


মায়া

স্বপ্ন মরে গেলে মানুষ পাথর হয়ে যায় 
কেউ কেউ পাথার কেটেকুটে ঐশ্বরিক রূপ নেন

আয়ু আর ক্ষয়ের মাঝে যেটুকু হারালাম, সেটুকুই মায়া

আলোর মতো দৈবিক অন্ধকারে যা কিছুই পাওয়া যায়, 
সবকিছুই হারিয়ে ফেলি আমরা।

ছবি - মেহবুব গায়েন‌
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


                                                   

No comments:

Post a Comment