দীক্ষা
তোমার সাথে দেখা হবার কথা কি আমার ছিল?
তুমি বলবে, 'জানি না।' তুমি বলবে, 'যা হচ্ছে হতে দাও।'
তোমার মুখে মুখে ঘোরে বিজ্ঞান,'বিপরীত মেরুরই আকর্ষণ বেশী।'
অথচ,
বুকের ওপর তুমি অবলীলায় ধরে রেখেছ পবিত্র বাইবেল,
তোমার আঙুলের স্পর্শে আরো উজ্জ্বল হয়ে উঠছে কাঁটার মুকুট। হাঁ করে শুনছ লুথার, ক্যালভিন!
পায়ের পাতা ছুঁয়ে গেলে, বুকের ভেতর বসে থাকা বিশ্বাসঘাতক জুডাস,স্পর্শজাত শিখায় উত্তপ্ত করে নিচ্ছে হাতুড়ি!
হৃদপিন্ডের ওপর গেঁথে যাচ্ছে একটার পর একটা পেরেক।
তোমার ক্যাথোলিক বুকের ওপর প্রোথিত হোক সাতানব্বই হাজার নিবন্ধ!
লেখা থাক "ওমনিয়া ভিনশিট অ্যামোর: এট্ নোস সেদামুস অ্যামোরি।"
প্রটেস্টান্ট হতে গেলে, ঝড় উঠবে নিশ্চিত।
নির্বাসনই হবে আমার শাস্তি,
তবুও কি তোমার মনে প্রশ্ন জাগবে না,'সমমেরুরও কি আকর্ষণ করার ক্ষমতা ছিল?'
∆
খাবার
খাবার খাওয়ার বিবিধ নিয়ম!
কেউ খায় গোগ্রাসে, কেউ খায় রেখে রেখে,
কেউ কেউ খাবার আগে মন্ত্র বলে,
"ভোজনেচ জনার্দনম্ !", ছড়িয়ে দেয় জল।
কারো কারো খাওয়া ভীষণ যত্নের-
আসনের সামনে পঞ্চব্যঞ্জন এনে রাখে গৃহলক্ষ্মী,
পাশে বসে তুলে নেয় হাতপাখা।
কারা যেন খায় খুঁটে খুঁটে?
কোনো দেশে খায় এক হাতে, কোনো দেশে দু'হাতে।
একমুঠো'তে চোখ জ্বলে ওঠে কারো কারো, হর্ষে;
কারো আবার মুঠো মুঠো খেয়েও বিষাদ জমে ওঠে,
কোনো কিছুতেই তখন আর পেট ভরে না,
ধীরে ধীরে সে খেতে শুরু করে সবকিছুই -
চাল, ডাল, আলু, টাকা-পয়সা, ঘর-বাড়ি, জমি-জায়গা,
শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, নিয়ম-কানুন, আইন-আদালত, একটা রাজ্য, হয়তো একটা দেশও…
∆
মা
হারিয়ে ফেললাম আংটি,
বোধহয় আরো একটা...
হারিয়ে ফেলেছি বাজুবন্ধনী,
রূপোলী হার, একে একে সবই -
ফের হারিয়ে ফেলব জেনেও,
ফেরার আগে, কী বিশ্বাসে
আবার কড়ে আঙুল কামড়ে
হাতের ওপর বেঁধে দিচ্ছ বিপদতারিণী'র লাল সুতো!
ছবি- মেহবুব গায়েন
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment