কনিষ্ক শাসমল এর কবিতা -
[] প্রেমিকা ও ছায়া
আমার যে ভাইটি আত্মহত্যা করল গত পাঁচ দিন আগে
আমি দেখতে পাই না তার মাথার মধ্যে জ্বলে ওঠা নক্ষত্রের সুর।
মেঘাচ্ছন্ন আকাশের মতো বুকে কোন পাখির শুধু ডানা ঝাপটানো ?
কী রঙের পোশাক পরে বোহেমিয়ান আলোয় হাত বাড়াচ্ছে !
হাতের তালু থেকে আজ ভেসে আসছে রূপনারায়ণের জল,
আলগা পাড়ের কুয়াশা ঢেউ, অভিমান
আমাদের সবার চোখ নীল হয়ে আসছে তার ঠোঁটের মতো ।
ঘন নীল
তার প্রেমিকার অমাবস্যা ছায়ায় আমাদের বাড়ির উঠান চিরকালীন একাদশী রোগ। রোগাচ্ছন্ন অবস্থায়।
[] অলক্ষ্মী
তীক্ষ্ণ পেটের যন্ত্রনা থেকে যখন খসে পড়ছে নক্ষত্র
বাবার পায়ের কাছে
তখন আমাদের ভাতের হাঁড়িতে সন্ধ্যা
মায়ের একাদশী।
এই বিদ্যুৎ সংযোগহীন গ্ৰামে কখনো লোডশেডিংএর ভয় হয় না।
মৃত বালকের বুকের মাপ চওড়া হচ্ছে
সরস্বতী ধূপের গন্ধে
আর
এপাড়া ওপাড়া সব লক্ষ্মীর ডালাতে তিল ছড়িয়ে দিচ্ছে গর্ভপাতের ভারসাম্য।
[] প্রজাপতি রঙের মাঠ
গভীরে কিছু নিদ্রাহীন রাত জন্ম নিচ্ছে
প্রজাপতি রঙের মাঠে শাড়ি খুলে দিয়েছ রোজ।
তোমার জাতক হাওয়ার গহীন লাগা স্মৃতি
শিমুল তুলোর মতো উড়ে যাচ্ছে
কানকো কাটা কই মাছ রঙের আকাশ
মাথার উপর অংশত মেঘলা।
অলংকরণ - কনিষ্ক শাসমল
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
চমৎকার লেখা।
ReplyDelete