রওশান রুবী’র কবিতা -
[] রোদ
কেউ দেখতে পেল না, কেউ না, /
কার্নিসে ঝুলে আছে একফালি রোদ।/
সবাই রোদ খুঁজে আচমকা ভিতরে;/
আমি কার্নিস থেকে রোদটুকু এনে /
আগামীকালের ক্যানভাস উন্মোচিত করি,/
তারা তন্নতন্ন করে খোঁজে আমার ছড়ানো শস্য/
আর শুধু বুনে যায় একার আরাম।/
[] পা
পায়ের কোনও নিজস্ব চাওয়া নেই/
পথ জুড়ে ভিন্ন অভিজ্ঞতা/
ডানে বাঁয়ে তারকাটা, ঘনিষ্ঠ ধূলি/
পেছনে ফেলে সে তোমার জন্য ছোটে,/
তোমার জন্য বিবর্ণমুখ শুষ্ক দিন লুকিয়ে
আকাশটা নুন জলে কেনে।/
পায়ের কোনও বিশেষ চাওয়া নেই/
অন্যের ভিতরে চুপ তার /
ঋতুচক্রের অগণন বাসনা।/
[] আয়না
আমরা কারো দুঃখ কেউ ছুঁবো না কখনো বলিনি,/
বলিনি বাষ্পিভূত হয়ে যাচ্ছে স্থবির তাপ,/
কিংবা ছাতার ভেতর থাকুন হয়ে ছাতার আসবাব।/
তবুও, আমাদের খুলে যাচ্ছে অহর্নিশ বৃষ্টি কাঁপা ঋতু,/
দূরে যাচ্ছে সেচ্চায় দূরত্বের দ্বিধা,/
মাঝে মাঝে অভিন্ন অন্তরের হাহাকারে বলি,/
আমরা যদি সেই কবি হতে পারতাম/
যে কবি আঙুলে তুলেছেন শিল্পীত সাক্ষর।/
আমাদের কোন ক্যালেন্ডারের প্রিয় তারিখ নেই/
নেই ক্যান্ডেলসন্ধ্যায় উঠা নীল সমুদ্রের উত্তাপ/
আমাদের আরম্ভ নেই, ক্লেদ নেই, নেমে আসা নেই/
যুদ্ধের পর্বত ডিঙিয়ে তবুও বিহ্বল জেগে থাকা।/
রোজ মানচিত্রে খুঁজি প্রতিচ্ছবির ব্যাঞ্জন/
সাতকাহনের সংশয় পেরিয়ে অনুভব ছুঁই/
আমাদের ভয় নেই বলে স্থির বিশ্বাসে বলি-/
‘আমার ভেতর জেগে থাকুন একটা আয়না।’/
মূলত, আয়নাই মানুষের বোধ অবগাহনের মরমিচোখ।/
অলংকরণ - কনিষ্ক শাসমল
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment