Tuesday, 29 April 2025

কবিতা

আঁচলডোবা জল পর্ব -৪

মহম্মদ সামিম এর কবিতা -


[] সম্ভ্রম 

এই কথা স্বীকারে কোনও যন্ত্রণা নেই
একদিন দিগন্তের ওপার থেকে
সূর্যের লাল মুছে
আমাদের দেওয়া প্রতিশ্রুতি ফুটে উঠবে।
সেদিন আগুন, নরম তুলোর মতো হয়ে
নিভে যেতে যেতে দূরের নক্ষত্রে মিশে যাবে
চারিদিকে ছড়িয়ে পড়বে গাছেদের সম্ভ্রম
সেদিন তুমি ফিরে আসবে নিশ্চয়?
গভীর শ্বাস দিয়ে আমাকে উড়িয়ে দেবে
আর আমি
ছোট ডিঙির উপর দুলে দুলে
ক্রমশ ঘন হয়ে তোমার ভিতর সম্পৃক্ত হয়ে যাব।

[] বর্ম

ছিল না কোনও অসুখ, লুপ্ত অশ্রুর উচ্ছ্বাস
তালুতেই বন্দি ছিল অপার পৃথিবী
কিছুটা বিক্ষত, মুষ্টিবদ্ধ, আঘাতসমূহ
আঁজলা ভরে তুলে আনি আয়ুর নিজস্ব লিপি
মৃত্যুও সবুজ মাঠ, চির উন্মাদ

প্রশ্রয়ের বিভা ছিল তোমার চোখে
আমি অপরাজেয় হতে চাইনি কোনওদিন
আত্মনিবেদন করেছি তোমার নিদ্রাবিলাস

যুদ্ধ শেষে
 চির ঘুমের ভিতর স্বপ্নবন্দনায় রত হয়ে
                                 রয়ে গেছি চিরকাল।


[] অব্যর্থ আলোর শোক 

কী নিপুণ ঘুম,ভঙ্গিটি যেন প্রদীপ শিখা
অনন্ত উদারতা নিয়ে এটুকুই প্রশান্তি
খুব ধীরে ভাতের থালাখানি রাখলেন অশক্ত ভিক্ষুণী
জল ও লবনের নির্লিপ্ত তরল
আটপৌরে জীবনের উপর দিয়ে
বয়ে গেছে কত ঝড় ও বজ্রপাত
আলো নেই তেমন, বাদল মেঘের উপর
জোনাকির শাশ্বত বৈভব
দূরে কোথাও বেজে চলেছে উদাসী সানাই
করুণ দৃষ্টির ভিতর এসে বসেন স্বয়ং ঈশ্বর
খুব ধীরে চোখ মেলে তাকায় অন্ধ কিশোরটি
চারিদিকে ছড়িয়ে পড়ে প্রতিমা আলোর মণি
দিনান্তের সঞ্চয় বলতে এটুকুই—
ভাতের থালার উপর গড়াগড়ি খায় জীবন

অলংকরণ - কনিষ্ক শাসমল 
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment